আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা

-Advertisement-

আরো খবর

মোঃ আতীক রোজেন,ফেনীতে টেকসই বাঁধ নির্মাণে ৮ দফা দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পর্যন্ত গিয়ে সেখানে অবস্থান কর্মসূচিতে করে।
ফেনীর সাধারণ জনগণ, ছাত্রসমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে আয়োজিত এই  পথযাত্র কর্মসূচিতে অংশগ্রহণ করে।
পদযাত্রায় অংশ গ্রহণকারীরা তাদের ৮ দফা দাবিতে বলেন “প্রতিবছর আমরা ভাঙন আর বন্যায় ক্ষতিগ্রস্ত হই। প্রযুক্তিনির্ভর টেকসই বাঁধ ছাড়া এর সমাধান নেই,” বলেন স্থানীয় বাসিন্দারা।
“বাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হলে জনআস্থা ও কার্যকারিতা—দুটিই বাড়বে,” বলেন শিক্ষার্থীরা।
তাদের উত্থাপিত ৮ দফা দাবি:
১. টেকসই ও প্রযুক্তিনির্ভর বাঁধ নির্মাণ।
২. বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে প্রদান।
৩. নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ।
৪. মুসাপুর ক্লোজার ও সংলগ্ন এলাকায় বাঁধের নিরাপত্তা জোরদার।
৫. খাল দখল ও খাল ভরাট করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ।
৬. ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ।
৭. দুর্যোগ প্রতিরোধে প্রকৌশল সংস্থার সমন্বিত পরিকল্পনা।
৮. ২০২৪ সালের বন্যা-পরবর্তী সরকারি পুনর্বাসন প্রকল্পের ব্যয় ও বিতরণ স্বচ্ছভাবে প্রকাশ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সরবরাহ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য না করলেও, পদযাত্রার মাধ্যমে জনমনে বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -