আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় কবুতর কেনার ফাঁদে মোটরসাইকেল ছিনতাই, আটক ০১

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আব্দুল আলিম, রাজশাহীর বাঘায় বলপূর্বক কেড়ে নেওয়া একটি টিভিএস (১১০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাজদার রহমান ওরফে সাগর (পিতা: আব্দুল কুদ্দুস, গ্রাম: সরেরহাট) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ জুলাই ২০২৫) রাতে পুলিশের অভিযানে পাবনার ঈশ্বরদী থানার চরগড়গড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মোটরসাইকেল মালিক চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশীফতপুর গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে আল আমিন এ ঘটনায় বাঘা থানায় মামলা (নম্বর-১৮, তারিখ: ২০-০৭-২০২৫) দায়ের করেছেন। পরদিন সোমবার (২১ জুলাই) গ্রেপ্তারকৃত সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদীর ভাই তামিম হোসেন এবং একই ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বিপ্লব হোসেনের পরিচয়ে জৈনক সাইফুল ব্যবসার উদ্দেশ্যে কবুতর কেনার কথা বলেন। তামিম ও বিপ্লব মোটরসাইকেল নিয়ে হালিম মাস্টারের ঘাট এলাকায় গিয়ে ৩০টি কবুতর বুঝিয়ে দেন। এরপর টাকা দেওয়ার কথা বলে তাদের বাঘা বাজারে এবং সেখান থেকে লোকমানপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে টাকা না দিয়েই মোটরসাইকেল রেখে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। পরে আত্মীয়রা গিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে।

অভিযোগের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম আছাদুজ্জামানের নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামি সাগরকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করে। ওসি জানান, গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -