Home শিক্ষা এইচএসসির স্থগিত দুই পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

এইচএসসির স্থগিত দুই পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

এইচএসসির স্থগিত দুই পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট
এইচএসসির স্থগিত দুই পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

আলোকিত ডেস্ক:

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ দুই দিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। শিক্ষকরাও এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান পরীক্ষার্থী এবং অভিভাবকরা। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ক্ষোভের বিষয়টি আঁচ করতে পেরে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

দ্রুত পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে। এ সূচি অনুযায়ী- ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না। পৃথক দুই দিনে স্থগিত দুই দিনের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।

এদিকে, লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী- ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

পরিবর্তিত সময়সূচি প্রকাশের পর ঢাকা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘শিক্ষা উপদেষ্টা কোথায়, কার সিদ্ধান্তে দুইদিনের পরীক্ষা একদিনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তা আমরা জানতাম না। বিষয়টি নিয়ে আলোচনার পর দ্রুত আমাদের স্থগিত পরীক্ষার সূচি ঠিক করে প্রকাশের কথা বলা হয়।’

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here