
ক্রীড়া ডেস্ক, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে দেশের মাঠে বিদায় নিতে নেমেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু তার সেই আবেগঘন মঞ্চ রঙিন হতে দিল না অস্ট্রেলিয়া। জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অজিরা। ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অষ্টোলিয়া।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিস (৭৮* রান, ৩৩ বল) ও গ্রিন (৫৬* রান, ৩২ বল) গড়েন ১৩১ রানের অপরাজিত জুটি। মাত্র ১৬তম ওভারেই ম্যাচ শেষ করে দেন তারা। পাওয়ারপ্লের পর এক ওভারে তিনবার ক্যাচ ফেলার সুযোগ কাজে লাগিয়ে গিয়ার বদল করেন এই দুই ব্যাটার। রাসেলের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন ইংলিস।
ব্র্যান্ডন কিং ৫১, রাসেল ৩৬, জাম্পা ৩-২৯, ম্যাক্সওয়েল ২-১৫অস্ট্রেলিয়া: ২-১৭৩ (১৫.২ ওভার)
ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*, হোল্ডার ১-২০
ফলায়ল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী (৫ ম্যাচে সিরিজে ২-০)
ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।
আলোকিত প্রতিদিন/এপি