Home সারাদেশ চট্টগ্রাম ইউনিয়ন পর্যায়ে বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন

ইউনিয়ন পর্যায়ে বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন

ইউনিয়ন পর্যায়ে বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন

এম জসিম উদ্দিন, চট্টগ্রাম, বাংলাদেশের প্রশাসনিক ও গ্রামীণ স্থানীয় সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়ের হলেও গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ নিরলস প্রচেষ্টায় লিপ্ত। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এটি একটি স্বীকৃত মাধ্যম। এই মাধ্যমকে ‘আদর্শ কর’ হিসেবে মূল্যায়ন করেছে সরকার। শুধুমাত্র আনোয়ারা নয়, সারা দেশে হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্দ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি ইউনিয়ন পরিষদ গ্রাম পর্যায়ে হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়া শুরু করবে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে ইউনিয়ন পর্যায়ে ঘর-বাড়িসহ প্রতিটি ব্যবসা-প্রতিষ্ঠান থেকে আদর্শ কর আদায় করা। ইউএনও বলেন, নাগরিক সেবা বৃদ্ধি ও রাজস্ব আদায়ের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়া বাধ্যতামূলক করছে সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here