নিজস্ব প্রতিবেদক, রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
আজ জুমার নামাজের পর বাংলাদেশের সব মসজিদে এ দোয়া-মোনাজাত পরিচালনা করা হচ্ছে। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে আজ।
এর আগে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং একজনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি মরদেহ গুলোর পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে এখনো জানিয়েছেন স্বাস্থ্যঅধিদপ্তর।
আলোকিত প্রতিদিন/এপি