আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি অধিগ্রহণের জায়গা দখল করে বালুর ব্যবসা

-Advertisement-

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া গ্রামে সরকারি অধিগ্রহণকৃত জায়গা বালু দৃবারা ভরাট করে বালু ব্যবসা চালাচ্ছে প্রভাবশালীরা। এর  বিরুদ্ধে গত (২৩/০৭/২৫) এলাকার প্রায় অর্ধশত মানুষের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দাখিল করা হয়।
অভিযোগ  সূত্রে জানা যায়- ভিটিবিশাড়া গ্রামের দ.পাড়ার বায়তুল মামুন মসজিদের সামনে ও যমুনা নদীর পাড়ে  সরকারি অধিগ্রহণকৃত ভূমি সোহাগ মিয়া ও জয়নাল মিয়া দখল করে বালি দিয়ে ভরাট করে  বালু ব্যবসার চালিয়ে আসছে। নদীর পাড়ে দখলকৃত সরকারি জায়গায় একটি সরকারি  গণঘাটলা রয়েছে। ওই ঘাটলা দিয়ে এলাকার নারী পুরুষরা নদীতে গোসল ও নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করে।
বালু ব্যবসা করার ফলে লোক সমাগম থাকায় নারীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসী আশঙ্কা করছেন- জায়গাটি ভরাটের ফলে ভারী ট্রাক চলাচল করায় ঘাটলার পাশেই নির্মিত কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন ব্রিজ ও রাস্তা ভেঙে পড়বে।
বায়তুল মামুন জামে মসজিদের সেক্রেটারি মিজানুর রহমান বলেন- “মসজিদের সামনে এমন অবৈধ কার্যক্রম ধর্মীয় পরিবেশ নষ্ট করছে। নারীদের চলাফেরাতেও সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি”। এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ ও জয়নাল মিয়া বলেন- আমরা এখানকার কৃষকের জমি কট রেখে বালু  ভরাট করে বালু ব্যবসা করছি, এখানে সরকারি খাস ভূমি আছে কিনা আমি জানিনা? যদি সরকারের কোন জায়গা থাকে আমরা ছেড়ে দেব। কৃষি জমি ভরাটে শ্রেণি পরিবর্তন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন- না শ্রেণি পরিবর্তন করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন- বিষয়টি খতিয়ে দেখতে সরকারি কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক  অভিযোগ প্রমাণিত হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৫ জুলাই ২০২৫/মওম 
- Advertisement -
- Advertisement -