আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ইচ্ছুক ব্রা‌জিল

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো।

ব্রাজিলে নবনিযুক্ত বাংলা‌দেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর প্রেসিডেন্ট এ আগ্রহের কথা জানান। ২৬ জুলাই শনিবার ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞ‌প্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমাণ চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষত যুক্তরাষ্ট্র উভয় দেশের ওপর যে উচ্চ শুল্ক আরোপ করতে চলেছে, এ কারণে এমন প্রেক্ষাপটে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার প্রয়োজনীতা রাষ্ট্রদূত বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি উভয় দেশের পারস্পারিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রূপরেখা প্রণয়নে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।

- Advertisement -

প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল শিগ‌গিরই ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ধারণাপত্রে সন্নিবিষ্ট তথ্যের পাশাপাশি দেওয়া অন্যান্য বিষয়াবলী অর্ন্তভুক্ত থাকবে।

দূতাবাস বল‌ছে, এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এগিয়ে আসা দেশের অর্থনীতির জন্য একটি অনন্য সুযোগ এবং সম্ভাবনা সৃষ্টি করেছে।

সব  ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বি-পক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে।

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -