Home সারাদেশ ঢাকা আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
শহিদুল্লাহ সরকার: 
২৬শে জুলাই শনিবার দুপুরে আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়, যা তাদের একাডেমিক যাত্রার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। এসময় ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, মনিরুজ্জামান মোল্লা, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ইঞ্জিনিয়ার,খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় কালচার ক্লাবের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রকাশ ঘটায়। এটি ছিল ২০২৫ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক আনন্দমুখর ও অনুপ্রেরণাদায়ক দিন। অনুষ্ঠানে নবাগত এবং বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীদের অনেক অভিভাবক এসময় উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here