আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

আইইবি,কক্সবাজার উপ-কেন্দ্রের কমিটি গঠন:চেয়ারম্যান জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান রোমেল বড়ুয়া ও সম্পাদক মাঈন 

-Advertisement-

আরো খবর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের আওতাধীন কক্সবাজার উপ-কেন্দ্রের আগের কমিটি পদত্যাগ করায় এক সাধারণ সভা ২৫ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০০টায় কক্সবাজার বাজার পর্যটন কর্পোরেশন হোটেল শৈবালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। সাধারণ সভায় কক্সবাজার উপ-কেন্দ্রে সরকারি, বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ প্রকৌশলী উপস্থিত  ছিলেন।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম, আইইবি, ঢাকা কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম খান, কক্সবাজার উপকেন্দ্রের বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বদিউল আলম, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ নুরুল আলম ও প্রকৌশলী মোঃ দুলাল হোসেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ ও প্রকৌশলী মোঃ এমাদুল হক। উপস্থিত  ছিলেন কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম ও প্রকৌশলী শায়লা সানজিদা এবং সম্মানিত সহকারী প্রকৌশলী মোঃ বখতিয়ার হোসেন, সম্মানিত সহকারী প্রকৌশলী মো: কামরুজ্জামান, কেন্দ্রের সদস্য প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।
আলোচকগণ সাধারণ সভায় কক্সবাজার উপকেন্দ্রের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার বিষয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সভায় কক্সবাজার উপকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে প্রকৌশলী মোঃ নাসিরুদ্দিন, এম-৪১৫০২ প্রস্তাবনা উপস্থাপন করেন এবং প্রকৌশলী মোঃ সোহেল রানা, এম-৪৪১৮৯ প্রস্তাবিত কমিটিকে সমর্থন করেন। সভায় উপস্থিত প্রকৌশলীগন সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি অনুমোদন করেন।
কক্সবাজার উপ-কেন্দ্রের নির্বাহী কমিটি:
চেয়ারম্যান-প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, এম-২২১৮৪, ভাইস চেয়ারম্যান- প্রকৌশলী রোমেল বড়ুয়া, এম-২৫৩৬৫ ও সম্পাদক প্রকৌশলী এ এস এম মাঈন উদ্দিন খাঁন, এম-৩৪৫০২।
এছাড়া উপ-কেন্দ্রের সদস্যবৃন্দের মধ্যে থেকে ০৯ জন কাউন্সিল সদস্য যথাক্রমে- ১। প্রকৌশলী মোঃ মোজাফ্ফর আহমেদ, এম-৩৬০০৯, ২। প্রকৌশলী মোঃ কামরুল হাসান, এম-৩৮৬৫২, ৩। প্রকৌশলী ফিরোজ আহমেদ, এম-৩৯২৮২, ৪। প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, এম-৪১৫০২, ৫। প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া, এম-৪২৫৪৬, ৬। প্রকৌশলী মোহাম্মদ আবদুল মাজেদ, এম-৪৩০৯৬, ৭। প্রকৌশলী মোঃ সোহেল রানা, এম-৪৪১৮৯, ৮। প্রকৌশলী কাজী সারোয়ার, এম-৪৮৫৮৯ ও ৯। প্রকৌশলী মোঃ হাসান মিয়া, এএম-২০০৮২।
সমাপনী বক্তব্যে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের আওতাভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকেন্দ্র হিসেবে কক্সবাজার উপকেন্দ্রের নতুন কমিটিকে অভিনন্দন জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। প্রাকৃতিক খনিজসম্পদে ভরপুর ও পর্যটন নগরী কক্সবাজারে প্রায় দুইশতের অধিক প্রকৌশলী কর্মরত রয়েছে। কক্সবাজার উপকেন্দ্রকে প্রকৌশলীদের দ্বিতীয় নিবাস হিসাবে গড়ে তোলা এবং সকল প্রকৌশলীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধিতে সকল প্রকৌশলীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি কক্সবাজারের আর্থসামাজিক উন্নয়ন, প্রাকৃতিক খনিজ সম্পদ আহরণের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সহায়তা, আন্তর্জাতিক মানের পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে আইইবি, কক্সবাজার উপকেন্দ্রে নতুন কমিটির অনেক দায়িত্ব রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি কক্সবাজার উপকেন্দ্রে বিভিন্ন কর্মসূচি প্রণয়নে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/২৭ জুলাই ২০২৫/মওম 
- Advertisement -
- Advertisement -