এ টি এম সাজ্জাদ হোসেন সাবু:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে আমন ধান রোপণ করতে গিয়ে
প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন একটি পরিবারের সদস্যরা। এ ঘটনায় নারীসহ
অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগী বিলকিস বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ
থানায় একটি এজাহার দায়ের করেছেন।
জমিতে (মৌজা: আনন্দিপুর, জেএল নং-৭৪, সিএস খতিয়ান-১৪৭) আমন ধানের
চারা রোপণ করছিলেন। দুপুর ২টার দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে এলে প্রতিপক্ষের
লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এজাহারে অভিযোগ করা হয়, একই গ্রামের মৃত সাবাস মন্ডলের ছেলে রফিকুল
ইসলাম ও সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এই
হামলা চালায়। হামলায় বিলকিস বেগম ও আংগুর বেগমের শ্লীলতাহানি করা হয় এবং
তাদের শরীরে রক্তাক্ত জখম হয়। এতে মেহেদুল ইসলাম ও রাব্বি ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম অভিযোগ
পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি পেয়েছি।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/২৭ জুলাই ২০২৫/মওম