Home আন্তর্জাতিক কানাডায় দাবানল,নিউ ইয়র্কে সতর্কতা জারি

কানাডায় দাবানল,নিউ ইয়র্কে সতর্কতা জারি

কানাডায় দাবানল,নিউ ইয়র্কে সতর্কতা জারি
কানাডায় দাবানল,নিউ ইয়র্কে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। ২৬ জুলাই শনিবার লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি মেট্রো, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ড্যাকস এলাকায় এই সতর্কতা জারি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই অঞ্চলগুলোর বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

কানাডার দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার নিউ ইয়র্ক রাজ্যের বেশিরভাগ এলাকায় বায়ু মান সূচক ১০০ এর ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সূচক ১৩৫ পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।বায়ুমান সূচক বাতাসে দূষণের তীব্রতা পরিমাপ করে এবং স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করে। সূচক যত বেশি হয়, বাতাস ততই শ্বাস নেওয়ার জন্য অনিরাপদ হয়ে ওঠে।

এটি প্রথমবার নয় যে, কানাডার দাবানলের ধোঁয়ার কারণে মার্কিন কর্তৃপক্ষ বায়ুমান সতর্কতা জারি করেছে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে শিকাগোর জন্য একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।

এই দাবানলের ধোঁয়ার রাজনৈতিক প্রভাব ওয়াশিংটন পর্যন্ত পৌঁছেছে। জুলাইয়ের শুরুতে কংগ্রেসের ছয়জন সদস্য কানাডার রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে অভিযোগ জানান যে দাবানলের ধোঁয়া আমেরিকানদের জন্য গ্রীষ্ম উপভোগ করা কঠিন করে তুলছে।

বর্তমানে কানাডায় ৫৫০টিরও বেশি সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনিটোবা প্রদেশে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত এক বছরে দেশজুড়ে ৬.১ মিলিয়ন হেক্টর (১৫ মিলিয়ন একর) জমি দাবানলে পুড়ে গেছে।

মে ও জুন মাসের দাবানলে সাসকাচোয়ান এবং মনিটোবা প্রদেশে প্রায় ৩০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয় এবং স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে।

বিজ্ঞানীরা দাবানলের ঋতু ক্রমাগত তীব্রতর হওয়াকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে নিয়মিতভাবে সংযুক্ত করে আসছেন। এছাড়া বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, কানাডা বিশ্ব গড় হারের দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে এবং এর আর্কটিক অঞ্চলগুলো বিশ্ব গড় হারের প্রায় তিনগুণ হারে উত্তপ্ত হচ্ছে।

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here