প্রতিনিধি,ঘিওর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওরে “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই” এবং আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশবিরোধী অপতৎপরতা রোধে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্টেশন এলাকায় বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নুর সঞ্চালনায়ে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বদরুল হাসান রবিন, তরিকুল ইসলাম নাঈম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল ইসলাম নাদিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজমীর খান প্রমূখ। এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশ নিয়ে চক্রান্তকারী আওয়ামী দোসরদের প্রতিহত করার ঘোষণা দেন।
আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২৫/মওম