মুহাম্মদ এনামুল হক:
চট্টগ্রামের আনোয়ারায় ৯৭ তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া (রহ:) উচ্চ বিদ্যালয় হলরুমে পাঁচদিন ব্যাপী স্কাউট ইউনিট লিডারের বেসিক কোর্স অনুষ্ঠান উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। স্কাউটস উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কাউটস জ্ঞান অর্জন বিতরণ ও জীবনে স্কাউটের প্রয়োজনীয়তা উপভোগ করার নিমিত্তে এই কোর্স দীর্ঘদিন পর উপজেলা স্কাউটের কমিশনার ও চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি’র সার্বিক সহযোগিতা ও ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স লিডার বোয়ালখালী হাজী মোহাম্মদ জানে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্কাউটর প্রবীর কান্তি মজুমদার, উত্তর কাট্টলি মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের স্কাউটর সাবিনা ইয়াসমিন সিকদার, চট্টগ্রাম ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও স্কাউটর গিয়াস উদ্দিন, আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও স্কাউটর যুবরাজ চন্দ্র দাস, বোয়ালখালী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর প্রঞ্জীব বড়ুয়া, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর ইমরান হাসান রাসেল, হাটহাজারি কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর ইমরান হোসাইন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর মোহাম্মদ রাহাত উল্লাহ্, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর সঞ্জিব সিংহ, আলহাজ্ব এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর গুলশান আরা। গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই (২০২৫) সমাপনী দিবসে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছুদ্দিন আজাদ, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও রোভার প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটের সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
আলোকিত প্রতিদিন/0১ আগস্ট ২০২৫/মওম