নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের টানা সংঘর্ষ চলছে , যান চলাচল বন্ধ
Moobile Games Is actually Dr Source Bet Legit Gambling enterprise
Posts
On the offers more than from the very best playing websites to have hockey, you possibly can make sure you get the head start you always wanted. Put your Earliest bet on people Sporting events market and in case it seems to lose we will refund your own risk inside Dollars.
Drueckglueck mrbetcasino.in Gambling establishment
Blogs
Anyway, play gambling establishment instead of added bonus enhanced loyalty items otherwise 100 % free position game. Drückglück gambling enterprise online that have a real income comment just after u have that go into the stairwell, by the to try out it variant. It is your own fortunate time it seems, we provide only amusement because the game provides exactly what it requires to keep your desire all day long.
Besten Angeschlossen Casino mr.bet 10 Schweizerische eidgenossenschaft Paysafe Sites 2023
Content
Ist und bleibt ihr neues Spielbank eröffnet, mr.bet 10 gilt es, einige sicherheitsrelevante Checks durchzuführen. Selbst ihr kostenloser Kasino Provision exklusive Einzahlung sollte genau untersucht sind, denn parece gibt bei Provider dahinter Anbieter gewaltige Unterschiede.
ফরিদ হত্যার রহস্য উদঘাটন: আটক-২
প্রতিনিধি,ফরিদগঞ্জ
ফরিদ উদ্দিন ভুইয়ার (২৫) মানিভ্যাগে এক হাজার টাকার ১০টি চকচকে নতুন নোট দেখে হঠাৎ লোভে পড়ে যায় বন্ধু সালাউদ্দিন ভুইয়া (৩৯)। সেই লোভ এবং পূর্ব শত্রুতার জেরে পাশ্ববর্তী যুবক আব্দুর রহমান (২২) কে সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী রাতের আঁধারে ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয় ফরিদ উদ্দিনকে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোচিত ফরিদ উদ্দিন হত্যার ঘটনার এমনই নির্মম স্বীকরোক্তি দিয়েছেন পুলিশের হাতে আটক দুই আসামি। ১৮ এপ্রিল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার। এর আগে গত ১৫ এপ্রিল রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ভুইয়া বাড়িতে নিজ বসত ঘর থেকে ফরিদ উদ্দিনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার উল্লেখ করেন, ফরিদ উদ্দিন ভূইয়া হত্যার ঘটনায় তার বোন জামাই দুলাল চৌধুরী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৩, তারিখ ১৬/০৪/২০২২। ধারা ৩০২/২০১/৩৪। মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের এবং হাজিগঞ্জ সার্কেল সোহেল মাহমুদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ রুবেল ফরাজী ঘটনার রহস্য উদঘাটনে এবং আসামিদের গ্রেফতারে তৎপরতা চালান। এরপর প্রথমে ঘটনার সাথে জড়িত আসামি আব্দুর রহমানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া মূল আসামি সালাউদ্দিনের নাম ঠিকানা বলে দেন। তার দেয়া সাক্ষ্য অনুযায়ী মূল আসামী মো. সালাউদ্দিনকে ফরিদগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক আসামিরা ঘটনা স্বীকার করে জানান, মৃত ফরিদ উদ্দিন ভূঁইয়া ও আসামি সালাউদ্দিন ভূঁইয়া একই সাথে চলাফেরা করত। সালাউদ্দিন ভূঁইয়া পেশায় একজন ড্রাইভার।
তার দুই স্ত্রীর মধ্যে একজন চট্টগ্রাম এবং অপরজন ফরিদগঞ্জে থাকেন। সালাউদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাথে মৃত ফরিদ উদ্দিনের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো। ঘটনার আগের রাতে ফরিদ উদ্দিন ও সালাউদ্দিন বাড়ির পাশের দোকানে আইপিএল খেলা দেখছিল। এসময় সালাউদ্দিন ফরিদ উদ্দিনের মানিভ্যাগে ১হাজার টাকার ১০টি নতুন নোট দেখতে পায়। এই নতুন টাকা এবং পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী আব্দুর রহমানকে নিয়ে ফরিদকে হত্যার পরিকল্পনা করে সালাউদ্দিন। ঘটনার রাতে তারা ফরিদের ঘরে ঢুকে দরজায় নক করে ধারালো দা’নিয়ে উৎ পেতে থাকে। ফরিদ উদ্দিন দরজা খুলতেই তারা ফরিদের ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ দেয়। ফরিদ মাটিতে লুটিয়ে পড়লে তারা মৃতদেহ গুম করার জন্য তার শয়ন কক্ষে তোসকের ভিতরে প্যাঁচিয়ে রাখে। এরপর আসামীরা ফরিদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ১০ হাজার টাকার নতুন নোট নিয়ে চলে যায়। বাইরে এসে সালাউদ্দিন তার সহযোগী আব্দুর রহমানকে ৫হাজার টাকা দিয়ে ঢাকায় চলে যেতে বলে। প্রেসব্রিফিংয়ে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, মামলার তদন্ত কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
বালু বোঝাই ট্রাক চাপায় নিহত-১, আহত-৫
রাশেদুজ্জামান তাওহীদ
কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ডাম্প ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাজুল ইসলাম (৩৫) নামে অটোরিকসার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় একজন বীর মুক্তিযোদ্ধাসহ ৫ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত তাজুল ইসলাম চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের বড়চর এলাকার মৃত জাফর হোসেনের পুত্র। দূর্ঘটনায় আহত যাত্রীরা হলেন, উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জলিল (৭৫), রৌমারী উপজেলার কর্তিমারী এলাকার দেলওয়ার হোসেনের পুত্র ওবায়দুল ইসলাম (৩২), ওবায়দুল ইসলামের মেয়ে তাসমিন (২০), চিলমারী উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকার মৃত তোফা শেখের পুত্র আব্দুল ওয়াহাব (৬০) ও জোড়গাছ নতুন বাজার এলাকার বাহাদুর রহমানের পুত্র আনোয়ার (৪২)। স্থানীয়রা জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকসা কুড়িগ্রাম থেকে চিলমারী যাওয়ার পথে উলিপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকসায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রীদের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেলে রেফার্ড করা হয়। দূর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা। ট্রাক চালকের নাম বাবু (৩৫)। তার বাড়ি চিলমারী উপজেলায় বলে জানিয়ছে পুলিশ। ওসি ইমতিয়াজ কবির জানান, চালককে থানায় নেওয়া হয়েছে। ট্রাক মালিকের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/ ১৮ এপ্রিল ,২০২২/ মওম
কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারিয়াকান্দিতে যমুনা নদীর বেড়ীবাঁধ মেরামত কাজের শুভ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
কক্সবাজারে মাটির ফাটলের ভেতর আগুনের লাভা উদগিরণ
মাটির ফাটলের ভেতর আগুনের লাভার মতো উদগিরণ দেখা যায় কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশে মাটি ফাটলের ভেতর থেকে হঠাৎ আগুনের লাভার মতো উদগিরণ বেরিয়েছে। ১৭ এপ্রিল রোববার ইফতারের আগ মুহূর্তে পথচারীরা আকস্মিক এ উদগিরণ দেখতে পেলে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লেগে যায়। উপস্থিত লোকজন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন। এ আগুনের উৎস নিয়ে শুরু হয় কৌতূহল। সঙ্গে ভর করে আতঙ্কও। প্রায় ঘণ্টা দেড়েক আগুন উদগিরণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে দেন। তবে আগুন নেভালেও ধোঁয়া বের হচ্ছিল গভীর রাত অবধি। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। ধীরে ধীরে স্থানটি ফাটল আকারে বড় হতে থাকে। ফাটলের ভেতর তরতাজা আগুনের কয়লার মতো লাভা দৃশ্যমান হয়। যা উপস্থিত মানুষকে ভাবনায় ফেলে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অনেকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী পরিচালক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। যেখানে আগুনের লাভা দেখা গেছে জায়গাটি ভরাট এলাকা। মাটির নিচে কোনো গাছ বা অন্যকোনো আগুন ধারক দ্রব্য থাকতে পারে। ভরাট মাটি ফেটে সেই দ্রব্যে কোনো না কোনো ভাবে আগুন লাগে। সেই দ্রব্যে লাগা আগুন দীর্ঘক্ষণ তরতাজা ছিল। তবে এলাকাবাসীর মতে, একদিকে রেল স্টেশন এবং মূল সড়কে ওঠার রাস্তা ও অপরদিকে প্রধান সড়ক প্রসস্থকরণ এবং ড্রেনেজ প্রকল্প সবগুলো একসঙ্গে চলছে। কোথাও থেকে মাটি তোলা হচ্ছে আবার কোথাও ভরাট হচ্ছে মাটি। আবার সেসব জায়গায় ফেলা হচ্ছে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ও ময়লা। যে জায়গায় আগুনের দেখা মিলেছে সেখানে স্থানীয় ও ব্যবসায়ীরা অনেকটা ডাস্টবিনের মতো ব্যবহার করতেন। সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করার সময় ময়লার ওপর মাটি চাপা পড়ে। এছাড়া ওই জায়গা দিয়ে বিটিসিএলের কানেকশন ক্যাবল টানা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার বলেন, এলাকার বয়োবৃদ্ধ অনেক মুরব্বিদের দাবি অতীতে এমন দৃশ্য তারা কখনো দেখেননি। স্যাটেলাইট জীবন সম্পর্কে জানা ব্যক্তিরা পৃথিবীর নানা প্রান্তে পাহাড়ে, মাঠে মাটি ভেদ করে আগ্নেয়গিরির লাভা দেখলেও দেশের মাটিতে এমন দৃশ্য কল্পনাও করেনি। স্থানীয় আলেম সমাজ ও বয়োবৃদ্ধরা একে আল্লাহর অলৌকিক নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে হয়তো কেয়ামতের নমুনা বা কোনো বার্তা আল্লাহ তার বান্দাদের জন্য উপস্থাপন করে থাকতে পারেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ এপ্রিল ,২০২২/ মওম



