আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 1642

সেনেরখামার রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জি.এম রাশেদুল ইসলামঃ

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী। অভিযোগ ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির। এলাকাবাসী সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানটির অনিয়ম এবং দুর্নীতির লিখিত অভিযোগ করেছে।সরেজমিন গিয়ে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউপির সেনের খামার রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম প্রতিষ্ঠানটিতে নানামুখী অনিয়ম এবং  দুর্নীতির আশ্রয় গ্রহণ করার লক্ষ্যে গোপনে একটি পকেট কমিটি গঠন করেছে। তিনি শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং দাতা সদস্যকে অন্ধকারে রেখে ছল চাতুরীর মাধ্যমে রেজুলেশন খাতায় আগাম স্বাক্ষর নিয়ে নেন। পরে সমাজ সেবক তকমা দিয়ে তার পছন্দের মোঃ আব্দুল জব্বারকে ম্যানেজিং কমিটিতে অন্তর্ভূক্ত ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করেন। স্থানীয়দের ভাষায় উড়ে এসে জুড়ে বসেন সমাজসেবক তকমাধারী মোঃ আঃ জব্বার । ২০২০ সালে কমিটি গঠনের শুরুতে আমরা প্রধান শিক্ষকের উদ্দেশ্য বুঝতে না পারলেও ২৪/০৪/২০২০ইং তারিখে কমিটি অনুমোদনের কাগজ আমাদেরকে দেখালে আমরা তার অসৎ উদ্দেশ্য ও চালাকি বুঝতে পারি। এরপর স্থানীয় অভিভাবক এবং ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা ক্ষুব্ধ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ২৩ ডিসেম্বর’২০২১ইং তারিখ একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা ক্ষুব্ধ হন। তারা বলেন- কমিটির অন্য সদস্যকে না জানিয়ে সভাপতি এবং প্রধান শিক্ষকের যোগসাজসে একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা আরো বলেন- কমিটির মেয়াদ প্রায় শেষ প্রান্তে এমতাবস্থায় তিনটি পদে কর্মচারী নিয়োগের পাঁয়তারাকে প্রধান শিক্ষক ও সভাপতি অর্থ আত্মসাতের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন। অফিস সহায়ক, নৈশ্য প্রহরী ও আয়া পদে নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি দিয়ে কয়েকজনের নিকট থেকে বড় অংকের অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টা চলছে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বলেন- প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম আমাদেরকে ইতিপূর্বেও অন্ধকারে রেখে অনিয়মের মাধ্যমে তার পক্ষের ব্যক্তিকে সভাপতি করেছিলেন। এবারেও ঐ ব্যক্তিকে সাথে নিয়ে তিনটি পদে কর্মচারী নিয়োগের পায়তারা করছে। তিনি আরো বলেন- ঐ সময়ের কমিটি অবৈধ ঘোষণা করে তা বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আইনের আশ্রয় গ্রহণের প্রস্তুতি আমরা নিলেও কোভিড-১৯ করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে প্রধান শিক্ষক এবং সভাপতির যোগসাজসে আবারো তিনটি পদে নিয়োগ বাণিজ্যের পায়তারা করছে। এলাকাবাসী কুড়িগ্রাম জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর ডাকযোগে অভিযোগ করেছে। যার তদন্ত হয়নি। সরেজমিনে মতামত জানতে প্রতিষ্ঠানে গেলে এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।এব্যাপারে প্রধান শিক্ষকের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

সারিয়াকান্দি’র কামালপুর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাইনুল হাসান মজনুঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারী কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাছেদুউজ্জামান রাছেলের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে ৮জানুয়ারী রোজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে যৌথ সভা কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাসেদুল হক ঠান্ডা, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রাছেদুউজ্জামান রাছেল,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাইনুল হাসান মজনু, সহ-সভাপতি শাহীন আলম লেবু,কামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,কৃষকলীগ নেতা ফরিদ উদ্দিন, ছাত্র লীগের সভাপতি বজলুর রহমান বাঁধন সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল। এ-সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

৫ একর বনভূমি জবরদখল মুক্ত

আবু সায়েম,
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন  বারবাকিয়া  রে‌ঞ্জের  বারবাকিয়া বি‌টে সোনাইছড়ি মৌজার ২০০৩ সালের স্বল্পমেয়াদী বাগান এলাকায়  সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ ফলবাগান  করে জবরদখলের দায়ে   চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের  নির্দেশে সহকারী বনসংরক্ষক পদুয়া একেএম আজহারুল ইসলামের নেতৃত্বে বারবাকিয়া  রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের  সার্বিক তত্বাবধানে   অভিযান চালিয়ে ৫ একর বনভূমি জবরদখল মুক্ত  করা হয়েছে।এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।৮ই জানুয়ারি  শনিবার বিকেল ৪ টায়  বারবাকিয়া  রেঞ্জের আওতাধীন বারবাকিয়া   বিটের সোনাইছড়ি মৌজায় সহকারী বনসংরক্ষক পদুয়া একেএম আজহারুল ইসলামের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের  সার্বিক তত্ত্বাবধানে বিট কর্মকর্তা , বনকর্মী, উপকারভোগী এবং ভিলেজারদের  সহযোগিতায় অভিযান পরিচালনা করে  অবৈধ ভাবে নির্মাণাধীন ফল বাগান   উচ্ছেদ করে  জবরদখল মুক্ত  করা হয়।বিষয়টি অবগত  করেছেন  বারবাকিয়া  রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল  হক ।  তিনি বলেন, ২০০৩ সনের সোনাইছড়ি মৌজার ফল বাগান করে জবরদখলের বিষয়টি আমি ৩ থেকে ৪ দিন আগে জানতে পারি। পরবর্তীতে বিষয়টি সহকারী বনসংরক্ষক পদুয়া একেএম আজহারুল ইসলামের পরামর্শক্রমে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে জবরদখলমুক্ত করা হয়। সহকারী বনসংরক্ষক পদুয়া একেএম আজহারুল ইসলাম বলেন, ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে  জবরদখল  করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বারবাকিয়া রেঞ্জের  আওতাধীন এলাকা সমূহ ভূমি জবরদখল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম  বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে।  সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ  করলে উচ্ছেদ করা হবে    এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো।   বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

আমাদের ডাক্তার-নার্সরা এখন অনেক অভিজ্ঞ: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মোঃ মহিদঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন আমাদের ডাক্তার-নার্সরা এখন অভিজ্ঞ। ডেলটা ভেরিয়েন্ট মোকাবিলায় তারা অনেক সফলতার পরিচয় দিয়েছে। অমিক্রনেও তারা সফলতার সঙ্গে মোকাবিলা করতে পারবে। অমিক্রনে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা, উপজেলার হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে,  যদি রোগী বাড়ে তাহলে তারা চিকিৎসা দিতে সমর্থ হবে।৮ জানুয়ারি শনিবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন মন্ত্রী বলেন, আমাদের ২০ হাজার শয্যা প্রস্তুত রাখা আছে। যদি সংক্রমণের হার অতিমাত্রায় বেড়ে যায় সেক্ষেত্রে বেডের স্বল্পতা হতে পারে। আমাদের করোনা নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই। ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে নির্দিষ্ট আসনের বেশি লোকজন দাওয়াত দিতে পারবেন না।  না হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। লঞ্চ ও ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে। টিকার কার্ড সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হবে। সর্বাবস্থায় মাস্ক পড়তে হবে।দু-একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবেগত ১৫ দিন আগেও আড়াইশ থেকে তিন শ লোক সংক্রমিত হয়েছে। গতকাল এব পরশু সাড়ে এগারো শ লোক সংক্রমিত হয়েছে। অর্থাৎ সংক্রমণের হার ৪ গুণ বেড়ে গেছে। এটা খুবই আশঙ্কাজনক। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সময় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতি ওয়ার্ডে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

সরকার নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় না : শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদকঃ

সরকার  আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনার  কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উপর বেশি গুরুত্ব আরেপ করেন।শনিবার রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছর বয়স থেকে ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদের আনা সম্ভব হলেও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ কারণে তাদের নিয়ে বেশি চিন্তা রয়েছে।তিনি আরও বলেন, নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে তা জানা নেই। সে কারণে আমরা চাই ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।এর আগে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম হবে দক্ষতা নির্ভর। শুধুমাত্র পরীক্ষা নির্ভর এবং সনদ সর্বস্ব শিক্ষা নয়। শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর। যা শিখছি তা যেন আমরা প্রয়োগ করতে পারি। শিখলাম পরীক্ষা দিলাম ভুলে গেলাম- এতে কোনো লাভ নেই। আমাদের সমস্যা সমাধান করতে শিখতে হবে। তার সঙ্গে সততা, মানবিকতা এবং দেশপ্রেম থাকতে হবে। না হলে অর্জিত শিক্ষার কোনো মূল্য থাকবে না।

আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

মদ-জুয়ার বিরুদ্ধে কথা বলায় ইমামকে পেটালো কমিটির লোক

নিজেস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ছনখোলা এলাকায় ছনখোলারজুম জামে মসজিদে খুৎবার-পূর্বে বাংলা আলোচনাকালে মদ এবং জুয়া বিরোধী কথা বলায় ওই মসজিদের ইমামকে প্রকাশ্যে পিটিয়েছে মসজিদ পরিচালনা কমিটির কয়েকজন নেতা।শুক্রবার ওই মসজিদের  সামনে পবিত্র জুমার নামাজ শেষে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। পিটুনির শিকার ইমামের নাম মাওলানা আবদুল কাইয়ুম (২৫)।ভুক্তভোগী ইমাম আবদুল কাইয়ুম স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার পবিত্র জুমায় আরবী খুৎবার আগে বাংলায় আলোচনাকালে মদেএবং জুয়া বিরোধী বক্তব্য প্রদান করি। একইভাবে বেনামাজীদের বিষয়ও আলোচনা করি। কিন্তু এসব বক্তব্য মসজিদ কমিটির কয়েকজন নেতার গায়ে লাগে। পরে জানতে পারি কমিটির ওই লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়েছেন।আবদুল কাইয়ুম আরো জানান, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলে অতর্কিত মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবংএকই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে আব্দু ছালাম, মৃত শফিকুর রহমানের ছেলে এবং মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আব্দু ছালামসহ মৃত রশিদ আহমদের ছেলে জামাল হোসেন আমাকে বেদম প্রহার শুরু করেন। এ সময় পাশে থাকা লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী মো: হাসান জানান, নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ পেছনে শোরগোল শুনে ফিরে দেখি মসজিদ কমিটির দু’তিন জন লোক লাঠি-শোটা দিয়ে ইমাম আবদুল কাইয়ুমকে পেটাচ্ছে। এমনকি জুতা দিয়েও পেঠানো হচ্ছে তাকে। আমরা গিয়ে তাকে উদ্ধার করি। পরে জানতে পারি মসজিদে মদ এবং জুয়া নিয়ে কথা বলায় তাকে পেটানো হয়েছে।পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম


আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন খুবই গুরুত্বপুর্ণ : রাষ্ট্রপতি

নিজেস্ব প্রতিবেদকঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমাদের রপ্তানি এবং বাজার বহুমুখীকরণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নিয়মিত এ ধরনের আয়োজন অবদান রাখবে।তিনি বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের মেলা আয়োজনের গুরুত্ব অনেকটা বেশি। বিশ্বব্যাপী আমাদের দেশের বাণিজ্যিক যোগসূত্র স্থাপনে এবারের বাণিজ্য মেলা বেশ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।১ জানুয়ারি  শনিবার ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২২ ঢাকার পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি ২০২২ শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি ২৬তম ডিআইটিএফ-তে অংশগ্রহণকারী সব দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে স্বাগত জানাই।তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে এ বছর ভিন্ন আঙ্গিক এবং পরিবেশে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই ডিআইটিএফ-২০২২ এর আয়োজকদের মেলায় অংশগ্রহণকারী সব পণ্য প্রদর্শক, ক্রেতাসাধারণ এবং দর্শনার্থীদের যথাযথ সেবা দেওয়া এবং ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, ব্যবসায়ী মহল এবং ভোক্তাদের জন্য ডিআইটিএফ-২০২২ একটি উপযোগী  এবং আদর্শ প্লাটফর্ম হিসেবে বিবেচিত হবে এবং তারা মেলায় নিয়মিত অংশগ্রহণে উদ্বুদ্ধ হবেন।

আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

নরসিংদীর শিবপুর ও বেলাব’র ৫ম ধাপ ইউপি নির্বাচন বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন

 মজিবুর রহমান :
নরসিংদীর বেলাব ও শিবপুরের ১৫টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । ৫ জানুয়ারি বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির  বাড়ার পাশাপাশি বাড়তে থাকে বিচ্ছিন্ন  ঘটনা।   এ  নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত  বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন বলে  খবর পাওয়া গেছে।১২টার  দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে সীলমারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬জন আহত হয়। একই সময়ে বাঘাব ইউনিয়নে  বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে ভাংচূর করা হয়েছে ৪টি বাস। দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া  ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জোর পূর্বক ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সীল মারার চেষ্টা করা হলে পুলিশ লাঠি চার্জ  করে ।দুপুর ১টার দিকে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে নৌকায় সীল মারাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ।এদিকে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় একজন গুরুতরসহ বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।শিবপুর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার ৩ প্রার্থী এবং  স্বতন্ত্র ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে নৌকা যোশর,আয়ূবপুর ও পুটিয়া।স্বতন্ত্র দুলালপুর, জয়নগর, বাঘাব ও সাধারচর
আলোকিত প্রতিদিন/৮জানুয়ারি২০২২/মওম

বারগাঁও ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামাতি অপতৎপরতা

প্রতিনিধি, নোয়াখালী:

৫ম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউপি নির্বাচনে অবাদ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগের মোঃ সামছুল আলম চশমা প্রতীকে চার হাজার ৭৮২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের সাইয়েদ আহমেদ চার হাজার ৭৭১ ভোট মোট ১১ ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। সামছুল আলম নৌকা প্রতীক নিয়ে ১১ ভোটে নির্বাচিত হওয়ার পর হতে স্হানীয় জামাতি ও বহিরাগত জামাত মদদপুষ্ট সন্ত্রাসী এবং তাদের ভারাটে মিডিয়া উক্ত নির্বাচনকে কালিমালিপ্ত করার প্রয়াসে অপচেষ্টা অব্যাহত রেখেছে। বারগাঁও ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৭২। তারমধ্য ১৫ হাজার ৬৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।শতকরা হারে ৬০ দশমিক ৯৭ শতাংশ ভোট পড়ে। অবৈধ (বাতিলকৃত) ভোটের সংখ্যা ৫ শত ৭৭ টি। এহেন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ফলাফলকে পাল্টে দিতে জামাতি প্রার্থী সাইয়েদ আহমেদ  নানামুখী বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেন। এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সামছুল আলম এ প্রতিনিধিকে বলেন,আমি শতভাগ সুষ্ঠু ভোটে নির্বাচিত হই। রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ স্বাক্ষরিত প্রিসাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত ভোট গণনার ফলাফলের বিবরণী সীলমোহর যুক্ত কপি আমাকে বুঝিয়ে দেয়।নির্বাচিত হওয়ার পর হতে পরাজিত জামাতের প্রার্থী সাইয়েদ আহমেদ এবং তাঁর সহযোগীরা আমাকে প্রকাশ্যে মেরে ফেলার এবং মামলা হামলার হমকি দিচ্ছে। নিজের জীবন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আইনগত ব্যবস্হা গ্রহণের জোর দাবি জানাই।
আলোকিত প্রতিদিন/ দ ম দ

কাঠ পাচারকালে ১০০ ঘনফুট চিরাই  কাঠ জব্দ 

আবু সায়েম, 
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া  রেঞ্জের  অভিযানে অবৈধভাবে পাচারকালে  ১০০ ঘনফুট  চিরাই তেলসুর কাঠ  আটক করা হয়েছে । বনবিভাগ সূত্রে জানা যায়, ৬ই জানুয়ারি বৃহস্পতিবার  সকালে  বারবাকিয়া রেঞ্জের পাহাড়চান্দা বিটে মাদ্রাসা এলাকার ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় তেলসুর চিরাই কাঠ জব্দ করা হয়েছে ।  প্রায় ১০০ ঘনফুট তেলসুর  চিরাই কাঠ উদ্ধার  করা হয়। এর আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া রেঞ্জের পাহাড়চান্দা বিটে পাচারকারীরা অবৈধ কাঠ মজুদ কালে  একদল বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে  প্রায় ১০০ ঘনফুট তেলসুর  কাঠ  জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।
তিনি আরো বলেন,কাঠ পাচারকারী সিন্ডিকেট বনবিভাগের উপস্থিতি টের পেয়ে অবৈধ চিরাই কাঠগুলো অদূরে ধানক্ষেতে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাহাড়চান্দা বিটের অদূরে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। । চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন ,  বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার ও পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বারবাকিয়া রেঞ্জ  অভিযান পরিচালনা করে প্রায়  ১০০ ঘনফুট তেলসুর চিরাই    কাঠ   উদ্বারপূর্বক রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে ।  সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে   মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/৬জানুয়ারি২০২২/মওম