আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 1807

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

 প্রতিনিধি, শ্রীনগর-মুন্সীগঞ্জ
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর ঘোষ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন। উপজেলা আ’লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন রায়, সুধীর চক্রবতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমান, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ও শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, প্রদীপ মাস্টার, তাপস কুমার দাস, কাজল দাস, গোবিদ্দ পোদ্দার, বাসুদেব সাহা প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২৫সেপ্টেম্বর,২০২১/ এইচ

শ্রীনগরে বাল্কহেডের ধাক্কায় সেতুর ক্ষতিপুরন চেয়ে মামলা-আটক ২

 প্রতিনিধি, শ্রীনগর-মুন্সীগঞ্জ
শ্রীনগর উপজেলার হাঁসাড়া বাজার সংলগ্ন খালে জেলা পরিষদের নির্মিত সেতুর দুই পিলারের মাঝখানে আটকা পরা বাল্কহেডটি ৪ দিন পর উদ্ধার করা হয়েছে। সেতুর ক্ষতিপুরণ চেয়ে বাল্কহেডের চালকসহ ৩ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার পুলিশ অভিযুক্ত বাল্কহেড চালক রবিউল ইসলাম (২৮) ও শ্রমিক মো. তানভিরকে (১৯) আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালুভর্তি বাল্কহেডটি গত চার দিনে আগে সেতুর পিলারে আটকা পরে। এ সময় বাল্কহেডের ধাক্কায় সেতুর ব্যাপক ক্ষতিসাধন হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদের সার্বেয়ার মো. ইসমাঈল হোসেন সেতুর ২০ লাখ টাকা ক্ষতিপুরণ চেয়ে বাল্কহেড কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, খবর পেয়ে গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হয়। পর দিন বৃহস্পতিবার জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। বালু সরিয়ে বাল্কহেডটি উদ্ধারের পরে ক্ষতিপুরনের মামলা দায়ের করেন তারা। এ ব্যাপারে শ্রীনগর থানান ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাল্কহেডসহ ২ জনকে আটক করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৫সেপ্টেম্বর,২০২১/ এইচ

সারিয়াকান্দি’র চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি. সারিয়াকান্দি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী হিরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নানের এক মাত্র পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র  মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু, সাংগঠনিক সম্পাদক কাজী বিল্লাল হোসেন, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মাসেদুল হক ঠান্ডা,শ্রম বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউল আলম মিলন।এসময় উপজেলা, ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৫সেপ্টেম্বর,২০২১/ এইচ

উখিয়া রেঞ্জের  অভিযানে মাটিভর্তি ডাম্পারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ  

আবু সায়েম, কক্সবাজার
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন  উখিয়া রেঞ্জের নেতৃত্বে হলুদিয়াপালং বিটের  ক্লাস্টার পাড়া এলাকায়  অভিযান চালিয়ে  মাটিবোঝাই ১ টি অবৈধ  ডাম্পারসহ সরঞ্জাম  জব্দ  করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রাতে   কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আজমের  নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম    বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য মতে, উখিয়া উপজেলার হলুদিয়া পালং বিটের   বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে  পাহাড় কেটে  আসছিল। বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নজরে আসলে তিনি অভিযানের নির্দেশ দেন। পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে উখিয়া উপজেলার হলুদিয়া পালং বিটে দোছড়ি, ওয়ালাপলং ও হলুদিয়া পালং বিটকর্মকর্তা, বনকর্মী, হেডম্যান ও ভিলেজারদের সহযোগিতায়  অভিযান চালিয়ে পাহাড় কাটার  দায়ে মাটিবোঝাই  ডাম্পারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ  করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম  জানান,-পাহাড় কেটে মাটি পাচারের দায়ে   ১টি ডাম্পার আটক করা হয়।ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  তিনি আরো জানান,  -পাহাড় কাটা আর অবৈধ ডাম্পারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আজম বলেন  , অবৈধ বালু উত্তোল, সরকারি বন ভূমি জবরদখলমুক্ত , পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ রয়েছেন।তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ২৫সেপ্টেম্বর,২০২১/ এইচ

কালীগঞ্জে ফেন্সডিল ও গাজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

ইমামুল হক,কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে চালিয়ে ২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের নাটোরব মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (৩৫) কে ৮’ শ গ্রাম গাঁজা সহ নিজ বাড়ী হতে এস, আই সাগর শিকদার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সঞ্জয় মন্ডল একাধিক মাদক মামলার আসামি।অপরদিকে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মৃত খোরশেদ মালিতার ছেলে নূর ইসলামকে শুক্রবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিমলা রোকনপুর ইউনিয়ন এর সামনে থেকে ১৫ বোতল ফেলসিডিল সহ তাকে গ্রেতার করেন। কালীগঞ্জ থানার এসআই সাগর শিকদার ও এসআই জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ

চন্দনাইশে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

এম. জসিম উদ্দিন
চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাছনদন্ডি ৯নং ওয়ার্ডের কালার পাড়া পূর্ব জামে মসদজিদের পুকুর থেকে এক অজ্ঞাত যুবতির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে পুকুরের ইজারাদার মোঃ সেলিম ও হাজি নুরুচ্ছফা জেলেদের নিয়ে মাছ ধরে। এই সময় অজ্ঞাত মহিলাটি পুকুর ঘাটে নামলে পা পিছলে পুকুরে পড়ে যায়। স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আহমদুর রহমানকে জানান এলাকাবাসী। শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন পুকুর ঘাটে গেলে ভাসমান যুবতির লাশটি দেখা যায়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রে জানালে ঘটনাস্থল থেকে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের উপ পরিদর্শক এস আই জাকির ও এস আই আলাউদ্দিন লাশ উদ্ধার করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এস আই জাকির জানান, লাশ উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি ই ডি ডি মামলা রুজু করা হয় বলে জানান।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ

টাংগাইলে বাস ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

বিশেষ প্রতিনিধি, টাংগাইল
টাংগাইলের কালিহাতিতে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।  এ দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।  আহতদের উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ( ২৪সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে ঢাকা- বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতি উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ রাসেল জানান- ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গ গামী মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও বাসের  মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় না পাওয়াতে লাশগুলো টাংগাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ জব্দ করেছে।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ

শাজাহানপুরে মিশ্র প্রক্রিয়াই গলদা চিংড়ি চাষে উজ্জল সম্ভাবনা

 প্রতিনিধি, সাজাহানপুর

গলদা চিংড়ি সাধারণত বাংলাদেশের দক্ষিণাঞ্চল কিংবা সমুদ্র উপকূলে লোনাপানির মাছ মনে হতো প্রচলিত এ ধারণা দিন দিন পাল্টে যাচ্ছে। বগুড়ার শাজাহানপুর উপজেলায়ও মিঠা পানিতে গলদা চিংড়ি চাষে অপার উজ্জল সম্ভাবনা দেখছেন উপজেলার মৎস্য চাষীও কর্মকর্তাগণ। বগুড়ার শাজাহানপুর উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে ইউনিয়ন পার্যয়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২টি প্রস্তুত সম্পর্ণ প্রদর্শনী পুকুরে গলদা চিংড়ির সঙ্গে মিশ্র প্রক্রিয়াই কার্প জাতীয় মাছ চাষে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এতে উপজেলার অনেক মৎস্য চাষী গলদা চিংড়ি চাষে উৎসায়িত এবং আগ্রহ বাড়ছে। মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে অপার সম্ভাবনা রয়েছে। গলদা চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন বগুড়া জেলামৎস্য অধি দপ্তর। সরেজমিনে খোট্রাপাড়া ইউনিয়নে গলদা চিংড়ি প্রদর্শনী পুকুরে দেখা যায়, খামারের পুকুরগুলো থেকে মাছ ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও পুকুরে ছেড়ে দিচ্ছেন। এ সময় নমুনায়ন করে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন। অফিস সুত্রে জানাগেছে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় খোট্টাপাড়া ও আশেকপুর ইউনিয়নে ২টি ও রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাদলা ইউনিয়নে ১টি প্রদর্শনী পুকুরে গলদা চিংড়ি জুভেনাইল কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্র প্রক্রিয়াই চাষ করা হচ্ছে। মৎস্য দপ্তরের মাধ্যমে গলদা কার্প প্রদর্শনী চাষীদের প্রশিক্ষণ,গলদা জুভেনাইল,কার্প মাছের পোনা,মাছের খাবার,মাছচাষের উপকরন দেওয়া হয়। উপজেলার মোস্তাইল গ্রামের গলদা চিংড়ি চাষী আবুল বাশার বলেন, এক বিঘা জমির পুকুরে অল্প সংখ্যক কার্প জাতীয় মাছের সঙ্গে প্রথম বারের মত গলদা চিংড়ি চাষ করেছি। মৎস্য দপ্তরের সঠিক নিয়মে পরিচর্যা ফলে জুভেনাইল সাইজের চিংড়ি মাছ গুলো সাড়ে তিন মাসেই প্রায় বিক্রির উপযুক্ত হয়েছে। আমার পুকুরের ১০-১২ টি চিংড়ি এক কেজি মত ওজন হয়েছে। অনুমান সব খরচ বাদ দিয়ে ৫০/৬০ হাজার টাকা লাভ হবে। আমি আগামী বছরে আরও ২বিঘা জমির পুকুরে এ মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করবো। উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন বলেন, কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে বাড়তি আয়ের সুযোগ রয়েছে। প্রদশর্নী পুকুর গুলোতে সঠিক পরিচর্যার ফলে সাড়ে তিন মাসেই ভালো ওজন হয়েছে। এ অঞ্চলের মাটি ও পানিতে গলদা চিংড়ি চাষের সম্ভাবনা মৎস্য চাষীদের আশার আলো দেখাচ্ছেন তিনি।

আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ

অধ্যক্ষ নজরুল স্মরণে জাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধি,চরফ্যাশন 
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চরফ্যাশন জাহানপুরে অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দুপুর থেকেই ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ, খেলায় প্রতিটি মুহূর্তই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাহানপুর ৬ নং হাওলাদার পাড়া স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে আদর্শ পাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জনাব নাজিম উদ্দিন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নাজিম হাওলাদার বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে, এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বেশ গুরুত্ব রয়েছে বলে জানান তিনি। জাহানপুর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ সোলাইমান পাটোয়ারীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল হক পাটোয়ারী, জাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব জাফর ইকবাল শান্ত, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন ও ইউপি সদস্যরা, প্রমুখ। খেলা পরিচালনা করেন, মোঃ রুবেল পাটোয়ারী ও আলমগীর হোসেন এবং মোঃ আজাদ হাওলাদার,ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সুমন পাটোয়ারী। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পুরস্কার ছিল একটি স্বর্নে খচিত গোল্ডকাপ।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ

সারিয়াকান্দি কুতুবপুর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মাইনুল হাসান মজনুঃ বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ২৪সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কুতুবপুর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মিঠুর সভাপতিত্বে আলোচনা সভা সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ নাহিদ শারমিন (নাইচ)। এছাড়াও বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহিদুল ইসলাম, যুব মহিলা লীগ নেত্রী পলি আক্তার সহ আরো অনেকই। আলোচনা সভা শেষে কুতুবপুর ইউনিয়ন যুব মহিলা লীগের তিন বছর মেয়াদি কমিটিতে মোছাঃ রিপানা বেগম রিপা কে সভাপতি এবং মোছাঃ জুলেখা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৪সেপ্টেম্বর,২০২১/ এইচ