আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 1907

মাটিরাঙ্গা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রতিনিধি, মাটিরাঙ্গাঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্ধকৃত দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ।  নির্মাণকাজ চলাকালীন সময়ে পিআইও এর মনোনীত মিস্ত্রি ছাড়া কোন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি সরেজমিনে পরিদর্শনে যাননি অভিযোগ সুবিধাভোগীর। প্রতিটি ইউনিয়নে নির্মাণ কাজের জন্য নির্ধারিত তদারকি কর্মকর্তা থাকলেও সরেজমিনে সুবিধাভোগীরা তাদের উপস্থিতি দেখতে পাননি বলে জানান তারা। সরেজমিনে গেলে সুবিধাভোগী  ও প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী এবং তার ছেলে মো: আবদুল মান্নান- প্রকল্প বাস্তবায়নের অর্থবছর শেষ হয়ে দু বছর পার হলেও পুর্ণাঙ্গ নির্মাণকৃত ঘর এখনো বুঝে পায়নি বলে জানান । এরই মধ্যে নির্মানাধীন ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, বেড়েছে ভেঙ্গে পড়ার ঝুঁকি  । তারা জানান, নির্মাণের কাঁচামাল সিমেন্ট ও বালির মিশ্রণে মানা হয়নি সরকারি নির্দেশনা । টিনের ছাউনিতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। জানালায় দেয়নি গ্রীল, দরজার ফ্রেম উইপোকায় খেয়ে ফোকলা করে ফেলেছে । টয়লেট ও রান্নাঘর অর্ধনির্মান অবস্থায় পড়ে আছে । এছাড়াও তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল কাদের এর নির্দেশে নির্মাণ কাজের মালামাল পরিবহন খরচ, ঘরে ব্যবহৃত কাঠ ক্রয়, দরজা জানালার কবজা, সিটকারি, পেরাগ ও শ্রমিকের খাবার খরচ সহ প্রায় ৪০ হাজার টাকা দিতে হয়েছে বলে জানান সৈয়দ আলী । তবলছড়ি ২নং ওয়ার্ডের শুকনাছড়ি ইসলামপুর এলাকার সুবিধাভোগী কমলা বেগম জানান, চেয়ারম্যান আবদুল কাদের আশ্রয়ণ প্রকল্পের ক শ্রেণির ঘর দেয়ার কথা বলে স্থানীয় ইউপি সদস্য মো: তাজুল ইসলাম এর মাধ্যমে ২৫ হাজার টাকা নিয়েছেন। তার নামে বরাদ্ধকৃত নির্মানাধীন ঘরে লাগানো লোহার জানালার পাল্লা, ঘর বুুঝিয়ে দেয়ার আগেই ভেঙ্গে গেছে। পিছনের দরজা দেয়া হয়নি এবং সামনের দরজার অবস্থা এখনি নড়বড়ে। বরাদ্ধের চেয়েও কম পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হয়েছে । শ্রমিকদের খাবার খরচ বাবদে আরো খরচ করতে হয়েছে প্রায় ২৫ হাজার টাকা  । অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্ধকৃত প্রথম দফার ঘরগুলোর মধ্যে তবলছড়ি ইউনিয়নের সরকার পাড়া এলাকার শাহজালাল হোসেন (বাবু) এর নামীয় ঘরটি অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। সরেজমিনে গেলে তিনি জানান, নির্মাণের পরপরই বারান্দার পিলার ভেঙ্গে পড়ে গেছে । চেয়ারম্যানকে জানালে তিনি কোন ব্যবস্থা নেননি । জানালার গ্রীল, টয়লেটের টাংকি, রান্না ঘরের দেয়াল, পিছনের প্যাসেজ ও ফ্লোর, ২ ফুট উচু ভিটেও করা হয়নি। নিজের টাকা ব্যয় করে কিনতে হয়েছে টিনের ছাউনিতে ব্যবহৃত কাঠ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী । শ্রমিকদের খাবারের খরচ সহ শাহজালাল হোসেন (বাবু)র খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। যা সেই কৌশলী মহাজন প্রথার মতো শ্রম ও ঘামে অর্জিত দরিদ্রের টাকা কেড়ে নেয়ার ঘটনা । এছাড়াও একই ইউনিয়নে টিআর কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহের সুবিধাভোগী গৌরাঙ্গ পাড়া এলাকার মনমোহনী শীল জানান, আমার ঘরের কাজ অর্ধনির্মাণ অবস্থায় পড়ে ছিল প্রায় ছয় মাসেরও অধিক সময়। পরে উপায়ন্ত না পেয়ে নিজের নামে ঋন নিয়ে টয়লেট, রান্নাঘর, জানালার গ্রীল, ঘরে ব্যবহৃত কাঠ, পিছনের প্যাসেজ লম্বা ৮ ফুট পার্শে ৬ ফুট ভিটে পাকাকরণ, সামনের বারান্দা, রং করণ, ফ্লোর পাকাকরণ, মুল ভবনের ২ফুট উচু পাকা ভিটা নির্মান কাজ করতে হয়েছে সুবিধাভোগী এই ব্যক্তিনীকে। এতে মনমোহনী শীল এর খরচ হয়েছে প্রায় (৮৩,৫০০) তিরাশি হাজার পাঁচশত টাকা। যা ছিল দরিদ্র এই ব্যক্তিনীর পক্ষে অত্যান্ত কষ্টসাধ্য । একই ওয়ার্ডের সুবিধাভোগী মোঃ আবু তাহের বলেন, তার নামে বরাদ্দকৃত ঘরের কাজ এখনো শেষ হয়নি। ঘর নির্মানে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ।  নেই জানালার গ্রীল, রান্নাঘর,  টয়লেট ও টাংকি। নিজের অর্থ ব্যয় করে ঘর নির্মানের জন্য তীর, পাইর, দরজা জানালার সিটকারী, ঘরে ব্যবহৃত কাঠ কিনতে হয়েছে তাকে । প্রতিদিন নিজের তহবিল থেকে ০১ জন নির্মাণ শ্রমিকের বেতন ৫০০ টাকা চালাতে নির্দেশ দেন চেয়ারম্যানের নিয়োগকৃত মিস্ত্রি আমির হোসেন। এতে সুবিধাভোগী আবু তাহের এর খরচ করতে হয়েছে ৩৯,০০০ (ঊনচল্লিশ) হাজার টাকা। এ বিষয়ে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ২০১৮-১৯ অর্থবছরে দূর্যোগ সহনীয় বাসগৃহের যে ঘর বরাদ্ধ হয়েছিল সেগুলোর কাজ প্রথমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) রাজ কুমার শীল , নির্মাণ সামগ্রী চট্টগ্রাম থেকে এনেছেন এবং তার পছন্দের নিয়োগকৃত মিস্ত্রি জনৈক আমির হোসেন এর মাধ্যমে নির্মাণ কাজ শুরু করেন । পরবর্তীতে পিআইও কাজের অর্ধেক সম্পাদন করা অবস্থায় আমাকে দায়িত্বভার দেন । প্রথমে আমি এই দায়িত্ব নিতে না চাইলে, ভবিষ্যতে তবলছড়ি ইউনিয়নে কোন ঘর দেয়া হবে না শর্ত দিলে আমি অবশিষ্ট নির্মানকাজ সম্পাদন করে দিতে রাজি হই এবং বাকী কাজ সম্পন্ন করি। বিল যদিও আমার স্বাক্ষরে হয়েছে কিন্তু টাকা উত্তোলন হয়েছে পিআইও রাজকুমার শীল এর পরিকল্পনায় । বিল করার পুর্বে আমার কাছ থেকে তিনি অগ্রিম চেক নিয়েছেন পরে সরকারি কাজের বিপরীতে দেয়া বিল তিনি আমার চেক দিয়ে তুলেছেন। বিভিন্ন সুবিধাভোগীর কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেন তবলছড়ি ইউনিয়ন এলাকায় কতগুলো ঘর নির্মানের কাজ হয়েছে তার সংখ্যা তিনি নিজেও জানেন না । বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল বলেন, ২০১৮-১৯ অর্থবছরের নির্মাণকৃত দুর্যোগ সহনীয় বাসগৃহগুলো বুঝিয়ে দেয়া হয়েছে । সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি জানেন না দাবী করে তিনি বলেন যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সংশ্লিষ্ট এলাকায় অর্থ লেনদেনের সাথে জড়িতরাই দ্বায়ভার গ্রহন করবেন । পিআইও হয়ে নিজেই ঠিকাদারী করতে পারেন কিনা ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন কাজ করাইনি, আমি তো ঠিকাদার নই । মাটিরাঙ্গার সকল ঘর নির্মাণ কাজই সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যানরাই সম্পাদন করেছেন। মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েতুল্লাহ বলেন, আমি এখানকার দায়িত্বভার নিয়েছি আজকে ৪র্থ কার্যদিবস চলছে । এর মধ্যে আমি শুনেছি এ ধরনের বিষয় । আমি নিজেও কয়েকটি জায়গায় গিয়েছি ।  এখনো ঘরের কাজ চলমান আছে । আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো । উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর মাটিরাঙ্গা উপজেলাতেও এসেছে ,কিন্তু কোন ইউনিয়নে জন্য কতগুলো ঘর এসেছে এই বিষয়ে আমাকে উপজেলা নির্বাহী অফিসার অথবা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কিছুই জানায়নি। তারা তাদের মতো করে ঘর করছে যা আমাকে অবগত করা হয়নি । ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরেছি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে বিতরণের মধ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমন কোনো কাজ হয়ে থাকলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দেন তিনি । এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় মাটিরাঙ্গাতেও আশ্রয়ণ  প্রকল্পের ঘর বরাদ্দ দেয়া হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্ণিমানের অন্যতম একটা ধাপ হিসেবে এটার সুফল মাটিরাঙ্গার জনগন পাবে ।  কিন্তু আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি নেতাকর্মীদের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা এখানে বিভিন্ন রকম অনিয়ম ও দুর্নীতি করেছে । সুতরাং আমাদের সু-স্পষ্ট বক্তব্য দলীয়ভাবে এবং সকল নেতাকর্মীদের পক্ষ থেকে বলতে চাই- তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার হোক ।  মাটিরাঙ্গা উপজেলায় এই পর্যন্ত কোন ইউনিয়নে কতগুলো ঘর বরাদ্ধ দেয়া হয়েছে? কতগুলো ঘরের কাজ সম্পন্ন হয়েছে তা দলীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের কাছে কোন তথ্য নেই। তিনি তথ্য গোপনের অভিযোগ করে বলেছেন বিভিন্নভাবে চেষ্টা করেছি, কি পরিমাণ ঘর বরাদ্ধ এসেছে ? এবং কারা পাচ্ছে ? কারা এ সব তালিকা প্রনয়ন করছে? বা কতগুলো ঘর নির্মাণ হয়েছে ? কতগুলি নির্মানাধীন রয়েছে এটা আমাদের কাছে কোন তথ্য নেই । বরাদ্ধকৃত ঘরের তালিকা পিআইও এবং ইউএনও এর কাছে চেয়েও আমরা পাইনি বলতে গেলে ব্যর্থ হয়েছি । এ সময় অনিয়ম ও দুর্নীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে বলে তিনি মন্তব্য করেন । এ ছাড়াও প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত দোষী কর্মকর্তা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। প্রসঙ্গত : আশ্রয়ণের অধিকার – শেখ হাসিনার উপহার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বাসগৃহ বিতরণে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন  প্রধানমন্ত্রীর কার্যালয়।

আলোকিত প্রতিদিন/৩আগস্ট-২১/এইচ

রোহিঙ্গা নাগরিককে অবৈধ ভাবে চলাচলের সহযোগিতা, গ্রেফতার ২

ক্রাইম রিপোর্টার :

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবৈধ ভাবে চলাচলে সহযোগিতা করায় দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, চর আলাউদ্দিন গ্রামের আকবর হোসেন সাইফুল্লাহ (৩৬) ও নুর ইসলাম (৪৪) মঙ্গলবার ( ৩ আগস্ট) আটককৃত দুই আসামিকে বিদেশী নাগরিক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, একই দিন সকালে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রাম থেকে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গত কিছু দিন আগে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকের পর জিজ্ঞাসাবাদে করলে তারা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সাইফুল্লাহ ও নুর ইসলাম ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মেঘনা নদী পারাপারে দীর্ঘদিন থেকে সহযোগিতা করে আসছে। এ ঘটনায় আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনের মামলা হয়। রোহিঙ্গাদের ভাষ্যমতে ওই মামলায় সাইফুল্লাহ ও নুর ইসলামকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। ওসি জিয়াউল হক বলেন, মামলার পর থেকে তারা দুইজনই ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁরা নিজ বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গেস্খফতার করা হয়।

আলোকিত প্রতিদিন/৩আগস্ট-২১/এইচ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩৫,শনাক্ত ১৫৭৭৬ জন

আলোকিত ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৭৭৬ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে। আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।এর আগে গতকাল সোমবার দেশে করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৯৮৯ জনের।

আলোকিত প্রতিদিন/৩আগস্ট-২১/এইচ

সীতাকুণ্ড মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 প্রতিনিধি, সীতাকুণ্ড :
মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ টায় থানার হল রুমে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ওসি তদন্ত সুমন বনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেল আশরাফুল করিম। উক্ত অনুষ্ঠানে উপজেলার উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,  রেহান উদ্দিন রেহান, জাহেদ হোসেন নিজামি বাবু, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদুল আলম চৌধুরী, মনির আহমদ, সালাউদ্দিন আজিজসহ , সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর ২ নং প্যানেল মেয়র বদিউল আলম জসিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের  সদস্যবৃন্দ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাংগঠনিক সম্পাদক মো সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল আলম, ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী। ও বড় দাড়োগা হাট বাজার কমিটির সভাপতিসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সীতাকুণ্ডের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ওপেন হাউজ ডে অনুষ্ঠানে।
আলোকিত প্রতিদিন/৩আগস্ট-২১/এইচ

কক্সবাজারে পাউবোর বালি উত্তোলনে ধসে পড়বে বেড়িবাঁধ: হুমকিতে জনসাধারণ

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারে অতি বৃষ্টি, পাহাড়ী ঢল ও সামুদ্রিক জোয়ারের ফলে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্লাবিত হয়েছে ৫২৫ টি গ্রাম। বন্যার পানি নেমে যাবার পর দেখা দিয়েছে ভাঙন। সামনে আবারও পূর্ণিমার জোয়ার হওয়ার কারণে বেড়িবাঁধের ভাঙা অংশে কাজ শুরু করছে পানি উন্নয়ন বোর্ড। তবে এমন দায়সারা কাজের কারণে আরও ক্ষতি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনই অভিযোগ ফাতেমা বেগমের। ফাতেমা বেগম বলেন, টেকসই বেড়িবাঁধ না হওয়ায় জোয়ারের পানির কারণে আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে। কর্তৃপক্ষ জিওব্যাগের জন্য বেড়িবাঁধ ঘেঁষে বালু উত্তোলনের কারণে বেড়িবাঁধের জিওব্যাগ ধসে পড়ছে প্রতিনিয়ত। এটাও ধসে পড়বে পানি আসলে। মোহাম্মদ আলী নামে একজন বলেন, ওনাদের বারবার বলা হয়েছে। এখান থেকে বালু না নিয়ে দূর থেকে বালি নেওয়ার জন্য। কিন্তু ওনারা শুনছে না। মহেশখালীতে সরজমিনে দেখা যায়, মাতারবাড়ী-ধলঘাটার বেড়িবাঁধ ভেঙ্গে-উপচে জেয়ারের পানিতে শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। এসব ভাঙা অংশে কাজ না করে যেদিকে জিওব্যাগ আছে সেখানে জিওব্যাগের কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড। এসব জিওব্যাগে বালু ভর্তি করার জন্য মাতারবাড়ী-ধলঘাটার সমুদ্রসৈকত থেকে বেড়িবাঁধ ঘেঁষে বালু নিচ্ছেন তারা। এর কারণে বেড়িবাঁধ আরও ঝুঁকিতে পড়ছে। নিচের মাটি সরে গিয়ে যেকোন মুহূর্তে এটি ধসে পড়বে। ফলে পুরো বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় মাতারবাড়ী-ধলঘাটা বিলীন হয়ে যেতে পারে, অস্তিত্ব সংকটে পড়বে লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে অনেকে জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছেন। পূর্বে এভাবে সংস্কারের কারণে বেড়িবাঁধ প্রতিনিয়ত ভাঙছে, পানি ধাক্কা লাগলে এগুলো সাগরে তলিয়ে যায় বলে স্থানীয়রা জানান। সহকারী অধ্যাপক সেলিম কুতুব উদ্দীন নেওয়াজ বলেন, এভাবে বেড়িবাঁধ ঘেঁষে বালু নেওয়ার কোন আইন নেয়। এর কারণে বেড়িবাঁধের ভাল অংশ ও ভেঙে যাবে। মাতারবাড়ী রক্ষার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। কক্সবাজার জেলা বাপা’র সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম জানান, বালু দূর থেকে নেওয়ার কথা। কিন্তু ঠিকেদার কাছ থেকে নিচ্ছেন। এতে গর্ত ভাঙ্গনের কারণে বেড়িবাঁধ ধসে পড়বে। এসব লুটপাট বন্ধের জন্য আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান শেয়ার বিজকে বলেন, এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ঠিকেদার নজরুল বলেন , আমার কাজ চলতেছি কিনা দেখব। দায়িত্বরত ব্যক্তি যদি অনিয়ম করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে বারবার ফোন দেওয়া হলেও রিসিভ না করাই ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
আলোকিত প্রতিদিন/৩ আগস্ট ২০২১/ দ ম দ

কিশোরগঞ্জের মিঠামইনে মাসব্যাপী করোনা প্রতিরোধ কর্মসুচী

প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের মিঠামইনে শোকের মাস আগস্টে মাসব্যাপী করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ ক্যাম্পেইনে করোনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, মাস্ক পরিধান ও বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার (২ আগস্ট) থেকে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। কিশোরগঞ্জ -৪ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৈৗফিকের নির্দেশনায় এ কর্মসূচী শুরু করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন। কর্মসূচীর প্রথম দিনে উপজেলার বিভিন্ন পয়েন্টে রিকসা চালক, ভ্যান চালক ও পথচারী ট্রলারের চালক সহ সাধারণ যাত্রীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়। এছাড়াও  প্রতিটি রাস্তার মোড়ে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকিং করে ‍উদ্ভুদ্ধ করা হয়। প্রথম দিনের কার্যক্রমে অংশ নেন মিঠামইন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমীর কুমার বৈষ্ণব,সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী চৌধুরি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পাভেল রহমান, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ডালিম, সোহেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রব্বানীর নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা কর্মসূচি পরিচালনায় সহযোগিতা করেন।

আলোকিত প্রতিদিন/৩ আগস্ট ২০২১/ দ ম দ

উলিপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক 

প্রতিনিধি, উলিপুর:
উলিপুরে ২কেজি ২০০গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব সাতভিটা এলাকার মৃত বলরাম চন্দ্র বর্মনের পুত্র অনিল চন্দ্র বর্মন (৫৫), মৃত আকবর আলীর পুত্র তারা মিয়া (৩৮) ও প্রভাস চন্দ্র রায়ের পুত্র রঞ্জিত চন্দ্র বর্মন (৫৫)। পুলিশ জানায়, সোমবার (০২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব সাতভিটা এলাকায় অনিল চন্দ্র বর্মন ও রঞ্জিত চন্দ্র বর্মনের বাড়ী থেকে ২কেজি ২০০গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাচ্চু মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

আলোকিত প্রতিদিন/৩ আগস্ট ২০২১/ দ ম দ

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আলোকিত ডেস্ক :

এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অসিদের মুখোমুখি টাইগাররা। আজ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে, টস পর্বে কয়েন ফ্লিকে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার বিষয়ে আশাবাদী টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০তে যে বাংলাদেশ ভালো দল, এই সিরিজে সেটাই প্রমাণ করতে চান তিনি। অন্যদিকে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, তাদের ভাবনায় থাকবেন সাকিব আল হাসান। দুই দলের দেখায় ব্যাট ও বল হাতে সেরা পারফর্মার তিনিই। বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

আলোকিত প্রতিদিন/৩আগস্ট-২১/এইচ

সারিয়াকান্দিতে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে কৃষক

প্রতিনিধি, সারিয়াকান্দি:
বগুড়া সারিয়াকান্দি উপজেলায় বর্ষার এই ভরা মৌসুমেও আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেচের মাধ্যমে তারা এ সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছেন। এতে উৎপাদন খরচ একটু বেশি হলেও অন্য কোনো সমস্যা নেই বলে কৃষকরা জানিয়েছেন। উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার অধিকাংশ কৃষক আমন চাষে ঝুঁকে পড়েছেন। এবার  স্বল্প বৃষ্টির কারণে তারা সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দিয়ে ফসল ফলানোর চেষ্টা করছেন। বন্যার আশঙ্কা কম থাকায় কৃষকরা সব ধরনের জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। অনেকেই পাটের ফসল কাটার পর বর্তমানে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পাড় করছেন।
উপজেলায় এবার প্রায় সাড়ে ১২ হাজার হেক্টের জমিতে আমন ধানের আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১২টি ইউনিয়নের ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চারা রোপণ করা হয়েছে এবং বর্তমানে তা অব্যহত আছে। আগামী কার্তিক মাস পর্যন্ত যমুনা নদীর চরাঞ্চলে স্থানীয় জাতের গাইঞ্জা ধানের চারা রোপণ করা হবে। উপজেলায় গত বছর আমন ধানের চাষ হয়েছিলো ১২ হাজার ৫৩০ হেক্টর জমি। এবার আরো বাড়তে পারে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।  কৃষি কর্মকর্তারা বলছেন, উপজেলার ফুলবাড়ী, নাচরী, ভেলাবাড়ী, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের কৃষকরা উন্নত জাতের ধানের চারা রোপণ করছেন। বি.আর-১১, বি.আর-৪৯, বি.আর-৭২ ছাড়াও গুটি স্বর্ণা, রনজিত ধানের চারা বেশি জমিতে রোপণ করা হয়েছে। এসব জমিতে পরিমাণ মত পানি না পেলে ভালো ফলন আশা করা যায় না। ভরা মৌসুম পাড় হলেও তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না। এই বর্ষা মৌসুমে আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও এক পশলা বৃষ্টিতেই সীমাবদ্ধ। তবে অনেক কৃষক ভালো ফলনের আশায় জমিতে শ্যালো মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করছেন। উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক সিহাব উদ্দিন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘আমার নিজের ১ বিঘা জমি রয়েছে, সেখানে চাষ করেছি রনজিত জাতের ধান। জমিতে সেচ দেওয়া খুবই দরকার। এছাড়াও আমার স্কিমে অন্যান্য কৃষকের ২২ বিঘার মতো জমি রয়েছে। সেসব জমিতে ভালো ফসলের জন্য সেচ দিতে শ্যালো মেশিন চালু করতে হয়েছে। এতে আমাদের উৎপাদন খরচ অল্প কিছু বাড়বে। তবে তাতে সমস্যা নেই।’
উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন, ‘বৃষ্টি না হলেও কৃষকরা বসে থাকতে পারেন না। ভালো ফলনের আশায় সেচ দিতে বাধ্য হয়েছেন। এ উপজেলায় ৫৪টি গভীর নলকূপ, প্রায় ৮ হাজার বৈদ্যুতিক চালিত সেচ পাম্প ও ৯ হাজারের মতো ডিজেল চালিত সেচ পাম্প চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

আলোকিত প্রতিদিন/৩ আগস্ট ২০২১/ দ ম দ

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরডাঙ্গা গ্রামের শিশু রহমান, তালহাজ ও রাফি মিলে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়। এক পর্যায়ে সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। ওই সময় রাফি দৌঁড়ে গিয়ে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মন্ডল জানান, ‘দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় ।

আলোকিত প্রতিদিন/৩ আগস্ট ২০২১/ দ ম দ