আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2127

বরগুনায় মাস্ক নিয়ে ফের মাঠে পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক

প্রতিনিধি, বরগুনা: করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বরগুনায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে রবিবার (২১ মার্চ) থেকে আবারও গত বছরের মতো মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। সড়কে মাস্ক বিতরণ করছে তারা, জনসচেতনতা তৈরিতে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানে উদ্বুদ্ধকরণ সভাও করছে। রমজানকে ঘিরে সংগঠিত যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড এড়াতে ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বরগুনায় অপরাধ ও অপরাধীদের সম্পর্কে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর মল্লিক।
প্রচার প্রচারণা এবং বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে “মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এ মূলমন্ত্রকে সামনে রেখে রবিবার  পুলিশ সুপার  মুহম্মদ জাহাঙ্গীর মল্লিকসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণের নেতৃত্বে বরগুনা জেলা পুলিশের সকল ইউনিটে পৃথকভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নতুন করে মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পুলিশ করোনা মোকাবেলায় সাধারণ জনগণকে মাস্ক পরতে উদ্ভুদ্ধকরণ ও অনুপ্রানিত করাসহ সচেতনতা বাড়াতে র‍্যালী ও মাইকিং করেন।
পুলিশ সুপার বিভিন্ন জনবহুল এলাকা, বাসাসহ বিভিন্ন যানবাহন ও বরগুনা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করাসহ তদারকি করেন। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার অন্যতম উপায় মাস্ক ব্যবহার করা।
আলোকিত প্রতিদিন/২১ মার্চ-২১/এসএএইচ

আপনার দুর্নীতির খেলা আর চলবে না

আন্তর্জাতিক ডেস্ক: দিদি (মমতা মুখার্জী) আপনার দুর্নীতির খেলা আর চলবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২১ মার্চ) দুপুরে বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা জানান তিনি।

নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে এটাই ভারতের প্রধানমন্ত্রীর চতুর্থবারের জন্য বাংলায় প্রচারে আসা।

মোদি বলেন, দিদি (মমতা) ১০ বছরে আপনি আপনার রূপ দেখিয়ে দিয়েছেন। বাংলার মানুষ বুঝেছে মা, মাটি, মানুষের সরকার আসলে কী? ১০ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে খেলেও খেলার ইচ্ছা মেটেনি? আবারও বলছেন খেলা হবে এসব জানলে আপনাকে কেউ বাংলায় ক্ষমতায় অনতো না। দিদি, আপনার দুর্নীতির খেলা আর চলবে না।

মোদি আরও বলেন, আসল পরিবর্তন বিজেপি আনবে। ভ্রষ্টাচার চলবে না চলবে না। দিদি ভ্রষ্টাচারের খেলা চলবে না চলবে না। দিদি সিন্ডিকেটের খেলা, কাটমনির খেলা চলবে না চলবে না। বিজেপি এলে মায়ের পূজা হবে। মানুষের সম্মান দেওয়া হবে। সূত্র: কলকাতা২৪।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ -২১ /এম.জে

শরীয়তপুরে হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

প্রতিনিধি,শরীয়তপুর:

শরীয়তপুরে পিপি হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন, ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকিদের খালাস দিয়েছে আদালত। রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে রবিবার (২১ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন তার বেঞ্চে এ রায় প্রদান করেন। ৩০২ ধারায় ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহীন কোতোয়াল, শহীদ কোতোয়াল, শফিক কোতোয়াল, শহীদ তালুকদার, সোলায়মান সরদার, মজিবুর তালুকদার। একই ধারায় যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, সরোয়ার হোসেন বাবুল তালুকদার, বাবুল খান, ডাবলু তালুকদার, টোকাই রশিদ। এছাড়াও মঞ্জুর হোসেন মন্টু তালুকদার, মজনু তালুকদার, জাকির হোসেন আসলামকে ১৪৭ ধারায় ২ বছরের সাজা দিয়েছে আদালত। বাকি ৪০ জনকে খালাস দেওয়া হয়েছে। মামলার এজহার ও বাদীর পরিবার সূত্রে জানা গেছে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে (পালং-জাজিরা) শরীয়তপুর-০১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন জাজিরা উপজেলার বর্তমান চেয়ারম্যান মোবারক আলী সিকদার। আর আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছিলেন কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব। ১ অক্টোবর অনুষ্ঠিত ঐ নির্বাচনে জাজিরা উপজেলার কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। স্থগিত হওয়া সেই নির্বাচন নিয়ে শরীয়তপুর শহরের নিজ বাসভবনে তৎকালীন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এ্যাড. হাবিবুর রহমান আওয়ামীগের প্রার্থী মোবারক আলী সিকদারের পক্ষে সভা করছিলেন।

ঐ সভায় হামলা চালান আওরঙ্গজেব সমর্থক যুবলীগের সাবেক নেতা সরোয়ার হোসেন বাবুল তালুকদারের লোকজন। তার ভাই মঞ্জুর হোসেন মন্টু তালুকদার সেখানে গুলিবিদ্ধ হোন। কিছুক্ষণ পরে ঐ বাসভবনে আবার হামলা হয়, তখন পিপি হাবিবুর রহমান ও তার ভাই পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খুন হোন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের স্ত্রী জিন্নাত রহমানের করা মামলায় আওরঙ্গজেবকে প্রধান করে আসামী করা হয় মোট ৫৫ ব্যক্তিকে। পুলিশ তদন্ত শেষে আওরঙ্গজেবের নাম বাদ দিয়ে ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দেয়। এতে বাদী জিন্নাত তখন নারাজি দিলে আদালত আবেদন নামঞ্জুর করলে জিন্নাত রহমান তখন উচ্চ আদালতে রিট করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে আওরঙ্গজেব বিভিন্নভাবে প্রভাব বিস্তার শুরু করেন। এরপর ২০১৩ সালের ৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আওরঙ্গজেব। এরপর উচ্চ আদালত পুলিশকে মামলাটি পুনঃরায় তদন্ত করে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।পুলিশ ২০১৩ সালের অক্টোবরে ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল আওরঙ্গজেব ছাড়াও মামলাটির এজহারভুক্ত আসামী শাহজাহান মাঝি ও স্বপন কোতোয়াল মৃত্যুবরণ করেছেন। এছাড়াও মামলাটির ৪ জন আসামী বিদেশ চলে গেছেন। হাবিবুর রহমানের ছেলে শরীয়তপুর জজ কোর্টের এপিপি ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন বলেন, ‘এ মামলায় গুরুত্বপূর্ণ কিছু আসামী যাদের ফাঁসির আদেশ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এবং যাদের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ রয়েছে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালতে আমরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছি, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বলতে চাই যাদেরকে খালাস দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

এ চাঞ্চল্যকর মামলাটির রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীয়তপুর কোর্টের পিপি এ্যাড. মীর্জা হযরত আলী বলেন, ‘আপনারা শুনেছেন নিহতের পরিবার মামলার রায়ে সন্তুষ্ট হতে পারেননি। আমি তার সাথে একমত, আমরা উচ্চ আদালতে আপিল করব।’ আসামী পক্ষের আইনজীবী এ্যাড. মাসুদুর রহমান বলেন, ‘আদালত যে রায় দিয়েছে আমার আসামী পক্ষ এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি, প্রকৃত যারা এ হত্যাকারী ছিলেন তাদেরকে আড়াল করে রাষ্ট্র পক্ষ যে মামলার সাক্ষ্য প্রদান করেছেন, আমরা আশা করি রাষ্ট্র পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, তারপরও বিজ্ঞ আদালত আমাদের এই সাজা প্রদান করেছেন। আসামী পক্ষ থেকে খুব শীগ্রই প্রতিকারের জন্য উচ্চ আদালতে যাবে এবং উচ্চ আদালতে আপিল দায়ের করব।’ আলোচিত এ মামলাটির রায়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা উপজেলা ছাত্রলীগ, আওয়ামীলীগ ও সাধারণ জনগণ।

আলকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ এর জন্মদিন পালিত

প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টি অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- এসকে বাবু, নবাব আলী, আমিনুর রহমান মাস্টার, রাজু আহমেদ রাজ্জাক, রানু আহমেদ, মিরান, লাভলু, আইয়ুব আলী, মজনু প্রমূখ। এমপি পনির উদ্দিন আহমেদ বলেন- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু এরশাদের হাত ধরে দেশের উন্নয়ন শুরু হয়েছিল। জাতীয় পার্টি এখন সংসদে বিরোধী দল। প্রয়াত এরশাদের অনুপ্রেরণায় আমাদের জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। ৯১তম জন্ম বার্ষিকীতে প্রয়াত প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করছি।

 

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

 

আক্রান্ত ২১৭২, মত্যু: ২২

স্বাস্থ্য ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৯০ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হলো মোট ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের।

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৬ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ১ রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ছিল এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ -২১ /এম.জে

সাভারে সাইফুল ইসলামের নেতৃত্বে বনগাঁও ইউনিয়নে ব্যাপক উন্নয়ন

প্রতিনিধি, সাভার:

ঢাকার সন্নিকটে সাভার উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের নাম বনগাঁও ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি অত্র ইউনিয়নের দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ সম্পূর্ণ করেছেন। তবে তার এ উন্নয়নের ধারা ব্যাহত করতে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি নিয়ে কথা বললেও অত্র ইউনিয়নের জনগণ বলছে বিভিন্ন কথা। সরজমিনে গিয়ে দেখা গেছে তিনি ইতিমধ্যে তার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহি গোয়ালের চায়ের দোকান হতে ওসমান কোলানি মসজিদ পর্যন্ত প্রায় ৯ শত মিটার রাস্তার কাজ।এছাড়াও হাঙ্গাইল হতে মস্তফার কাঠা বাগান পর্যন্ত আরসিসি ঢালাই কাজে ব্যয় প্রায় ১কোটি ১৫ লাখ টাকা, মান্নান মার্কেট হতে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত প্রায় ১কোটি ৩৬ লাখ টাকা। ৫নং ওয়ার্ড কোন্ডা বাজার হতে শাহদাৎ ইন্জিনিয়ার এর বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজে ব্যয় প্রায় ৬৫ লাখ টাকা ,৪নং ওয়ার্ডে বেরাইত স্কুল হতে পুজা ঘাঠ পর্যন্ত আরসিসি ঢালাই কাজে প্রায় ৬৩ লাখ টাকা। ৮নং ওয়ার্ডে ঢাকা আরিচা মহাসড়কের উওর পাশে বলিয়াপুর বাজার হতে ঈদগাঁ মাঠ পর্যন্ত রাস্তার কাজে ব্যয় প্রায় ৮৬ লাখ টাকা, ৯নং ওয়ার্ডে বলিয়াপুর বাজার বাসস্ট্যান্ড হতে চৌধুরী বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজে ব্যয় প্রায় ৩৫ লাখ টাকা। ৮নং এবং ৯নং ওয়ার্ডের পাচআনি পাড়া মসজিদ হতে আলামিন মেম্বারের বাড়ি হয়ে সাবেক চেয়ারম্যান শামসুদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজে ব্যয় প্রায় ২৫ লাখ টাকা সহ প্রায় প্রতিটি ওয়ার্ডে রাস্তার কাজ সম্পূর্ণ করেছেন যা চোখে পড়ার মত। তবে ঢাকা আরিচা মহাসড়কের উওর পাশে বলিয়াপুরের প্রবেশের রাস্তাটি এলজিইডি’র সিআরডিবি প্রকল্পের অন্তরভূক্ত এডিবির অর্থায়নে কাজটি প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা চেষ্টা করেও তা সম্ভব হয়নি। পারে এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত অত্র ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ সম্পূর্ণ করছেন।তারা আরো বলেন স্বাধীনতার পর হতে অত্র ইউনিয়নে যে উন্নয়ন হয়নি, সে সকল উন্নয়ন হয়েছে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সময় কালে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বনগাঁও ইউনিয়নের সর্বস্থরের জনগণ।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

মহানবীকে নিয়ে অশালীন কটূক্তি করায় চুয়েট ছাত্র গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:)কে উদ্দেশ করে নোংরা, বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করার দায়ে সৌরভ চৌধুরী (২৪) নামের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৪ ঘটিকায় চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর উত্তর নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রাত ৩টা ৩০ ঘটিকায় ২০/৩০ জন পুলিশ সদস্য উত্তর নালাপাড়ার ১৩৫ নং বাসাটি (হাজী ইয়াকুব মঞ্জিল) ঘিরে ফেলে। পরবর্তীতে পূর্বসংবাদের ভিত্তিতে ওই ভবনের ৭ তলায় অভিযান চালিয়ে ব্যবহৃত স্মার্টফোনসহ সৌরভকে আটক করে নিয়ে যায় তারা। এ সময় সার্কেল এএসপি ছাড়াও উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন এবং সেকেন্ড অফিসার অজয় দেব। আটক সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (স:)-কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই কটূক্তি করেন। তার এমন উগ্র আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চুয়েটের অন্যান্য শিক্ষার্থীরা। চুয়েট আড্ডাবাজ নামক একটি গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

শিক্ষার্থীদের থেকে জানা যায়, তিনি শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তিনি বর্তমানে পুরকৌশল বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ধারণ করছেন। পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, তিনি হয়তো এখন শিক্ষক হবেন, পরে বিভাগীয় প্রধান কিংবা ডিন হবেন, কোনো হলের প্রভোস্ট কিংবা ছাত্র কল্যাণ এর পরিচালক হিসেবেও তাকে দায়িত্ব দেওয়া হরে পারে। অথবা সরকারী বড় কোন দপ্তরের কোন নীতিনির্ধারক এর পদে বসলেন। কিন্তু তার যে ধরনের মন মানসিকতার বহিঃপ্রকাশ আমরা দেখলাম তাতে অদূর আমরা, বিশ্ববিদ্যালয় তথা দেশের জনগণ শঙ্কা বৈকি ভালো কিছু আশা করতে পারছে না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যেই জেনেছি,আমি নিজেও চুয়েট আড্ডাবাজে মুসলিম অমুসলিম সবার বক্তব্য পড়েছি। তারা তাদের ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করার পাশাপাশি তার শাস্তির দাবিও জানিয়েছে। এসব বিষয়ে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। তথ্য উপাত্তের ভিত্তিতে আগামীকাল শৃঙ্খলা কমিটির আলোচনা সভা হতে পারে।

এ প্রসঙ্গে গ্রেফতার অভিযানের নেতৃত্বে থাকা চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ফেসবুকে ধর্মীয় উষ্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় গতরাতে আসামি সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে নবী করিম(স:)-কে নিয়ে কটূক্তি করায় রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।

 

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

 

টাঙ্গাইলে ট্রাক চাপায় অ‌লি‌ম্পিক কোম্পানীর আরএম নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটর সাইকেলে থাকা অ‌লিম্পিক কোম্পানীর আরএম নিহত হয়েছেন। রোববার সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়‌কের উপ‌জেলার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর জেলার শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি অলিম্পিক কোম্পানীর টাঙ্গাইলের আর এম হিসেবে কর্মরত ছিলেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ প‌রিদর্শক (এসআই ) জহিরুল ইসলাম জানান, এলেঙ্গা থে‌কে মোটরসাইকেল যোগে মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাই‌কেল‌টি বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) তা‌কে চাপা দেয়। পরে মোটরসাই‌কেল থে‌কে পরে গি‌য়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যায়ন। নিহ‌তের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তি‌নি আ‌রো জানান, ঘাতক ট্রাক‌টি আটক করা হ‌লেও চালক পা‌লি‌য়ে গেছে।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

ফুলবাড়ী থানা পুলিশের মাস্ক বিতরণ ও জনসচেতনতায় প্রচারণা

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ২১ মার্চ রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরে অনুষ্ঠিত জনসচেতনতা মূলক প্রচারণায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, করোনা সংক্রমণ দিনে দিনে বেড়েই চলছে। অন্যদিকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে একেবারেই উদাসীন। অনেকেই মাস্ক পড়ছি না, সামাজিক দূরত্ব মানছি না।এতে আমরা যেমন নিজেরা করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ছি পাশাপাশি পরিবারকে ঝুঁকিতে ফেলছি। করোনায় সংক্রমিত হওয়া থেকে বাঁচতে সকলকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এসময় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা পুলিশের তদন্ত অফিসার সারোয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই ইয়াছিন আলী। জনসচেতনতা মূলক প্রচারণা শেষে ফুলবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

সাধু-সন্ন্যাসীদের উচ্ছেদ করে প্রবর্তকের সম্পদ বাণিজ্যিকরণ করতে চায় একটি চক্র

প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের নিরাপত্তা অফিসে হামলা ও সাধু সন্ন্যাসীদের উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ। সোমবার (১৫ মার্চ) দুপুরে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহ্যবাহী আধ্যাত্নিক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ তার গঠনতন্ত্রের মৌলিক নীতি ও উদ্দেশ্য সাধু সন্ন্যাসীদের দ্বারা সনাতন ধর্ম প্রচার ও প্রসারকে ধরে রাখার জন্য ২০০৩ সালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) কে শ্রীকৃষ্ণ মন্দিরটি দৈনন্দিন সেবাপূজা, উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব প্রদান করেন। পরবর্তীকালে বৃহৎ মন্দির নির্মাণ, সাধুনিবাস নির্মাণ, পাহাড় সংরক্ষণ ও ধর্মীয় প্রচারের জন্য অন্যান্য আনুষাঙ্গিক স্থাপনা নির্মাণ ও ব্যবহারের জন্য মৌখিক ও লিখিত অনুমতি প্রদান করেন।দীর্ঘ ১৭ বছর যাবৎ প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে (রথযাত্রা, জন্মাষ্টমী, অন্নকুট ইত্যাদি) যোগদান করেছেন এবং সভাপতিত্ব করেছেন। কিন্তু দুঃখের বিষয় বৃহৎ মন্দিরটি উদ্বোধনের ঠিক দুই মাস পূর্বে প্রবর্তক সংঘের কর্মকর্তাদের আচরণে আমরা ভিন্নতা লক্ষ্য করি। হঠাৎ করে তারা মন্দির দৈনন্দিন সেবা পূজা পরিচালনায় হস্তক্ষেপ করতে শুরু করে এবং বিভিন্ন অযৌক্তিক প্রস্তাব উপস্থাপন করে। এ বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে আলোচনার প্রস্তাব দিলে তারা আলোচনায় না বসে ১৪ই মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে অতর্কিতভাবে বাবু তিনকড়ি চক্রবর্তী বিভিন্ন সরঞ্জামসহ ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে মন্দিরের প্রধান নিরাপত্তা অফিস ভাংচুর করে এবং মন্দিরের ২ নং প্রবেশ গেইট তুলে ফেলে দেয়।

এসময় মন্দিরে অবস্থানকারী নিরীহ সাধু সন্ন্যাসীরা বাবু তিনকড়ি চক্রবর্তীকে নিরাপত্তা অফিস ভাংচুর না করার জন্য হাত জোর করে বিনীত অনুরোধ জানান। কিন্তু তিনি তাতে কোন রকম কর্ণপাত না করে সাধুদের বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মন্দির ও সাধুনিবাস উচ্ছেদ করার হুমকি প্রদান করেন। এ কার্যক্রমে উনাকে বাধা দেয়া হলে উনি সাধুদের নামে মিথ্যা মামলা করে জেল খাটানোর হুমকিও দেয়। লিখিত বক্তব্যে তিনে আরো বলেন, প্রবর্তক সংঘ এ পবিত্র ভূমির অমর্যাদা করে হিন্দুদের স্বার্থ বিকিয়ে দিয়ে বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এ ভূমির বিভিন্ন অংশের মালিকানা ছেড়ে দিয়েছে। আমাদের প্রশ্ন-বিগত ১৭ বছরে সনাতনীদের অর্থব্যয়ে ধর্মীয় স্থাপনা নির্মাণে তারা সহযোগিতা করে আজকে কেন ইসকনকে উচ্ছেদ করতে চাচ্ছে ? আমাদের আশংকা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি টাকা মূল্যে হস্তান্তর করে দেয়া ভূমির মত এ মন্দির ও মন্দির সংলগ্ন এলাকাও বরাদ্দ দিয়ে দিতে পারে। যেখানে শেভরণ, বেলভিউ,প্রাইম ব্যাংক, চক্ষু হাসপাতাল, কয়েকটি গাড়ির ওয়ার্কশপ, কবরস্থান, চায়ের দোকান,পেট্রোল পাম্পের,ফলের দোকানের মত স্থাপনা নির্মাণে জায়গা বরাদ্দ দিতে পারে, সেখানে ধর্মীয় কাজে এ ভূমি ব্যবহারে তাদের আপত্তি সাধারণ হিন্দু সমাজের কাছেও প্রশ্নবিদ্ধ। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সভাপতি শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা পরিস্কার। আমরা দ্বিধাহীন কণ্ঠে সমগ্র সনাতনী সমাজকে আশ^স্থ করতে চাই যে, সাধু সন্ন্যাসীরা সনাতন ধর্ম ও জাতি গোষ্ঠির কাছে দায়বদ্ধ। ইসকন এ পবিত্র ভূমির প্রতিটি ইঞ্চি জায়গা সনাতনীদের কল্যাণের জন্য ব্যবহার করছে। আপনাদের কষ্টার্জিত অর্থে নির্মিত এ ভূমিতে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে দেয়া হবে না। মহান মুনি ঋষি পরম্পরায় চলে আসা আমাদের পূর্বজদের সংস্কৃতি আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব।সকলে এগিয়ে আসুন। বিলুপ্তির পথে চলে যাওয়া আমাদের শেষ অবলম্বনটুকু রক্ষা করুন। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, দিব্যনিমাই দাস ব্রহ্মচারী, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের শ্রী শচীনন্দন গোস্বামী, মুকুন্দভক্তি দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী,রুপেশ^র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রমূখ।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ