আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2177

সুনামগঞ্জের হাওরাঞ্চলে সার নিয়ে অনিয়ম নির্যাতিত কৃষকদের মাঝে চরম উত্তেজনা

প্রতিনিধি,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের হাওরাঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদন নিয়ে হয়ে পড়েছে দিশেহারা। অভিযোগ উঠেছে ডিলাররা তাদের গুদামে পর্যাপ্ত পরিমান সার মজুত রেখে তৈরি করেছে সার সংকট। পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। সার ডিলারদের এই অনিয়মের প্রতিবাদ করার কারণে কৃষকদেরকে হতে হচ্ছে লাঞ্চিত ও নির্যাতনের শিকার। কিন্তু এসব সমস্যা যেন দেখার কেউ নেই। একারণে হাওরাঞ্চলের কৃষকদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে বলে জানাগেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা সংলগ্ন মধ্যবাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার মন্তোষ চন্দ্র দেব ও তার ব্যবসায়িক পার্টনার শ্যামল রায়ের একটি সারের গুদাম রয়েছে। সেখানে সপ্তাহ খানেক ধরে ৫০ কেজি ওজনের এমওপি সার সরকার নির্ধারিত ৭৫০টাকার পরিবর্তে ৮৫০টাকায় বিক্রি করছে। গত শনিবার (১৩ই ফেব্রুয়ারী) বিকাল অনুমান ৩টার সময় মধ্যনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃষক বিজয় সরকার সার কিনতে গেলে ডিলাররা সারের দাম বেশি চায়। এনিয়ে প্রতিবাদ করার কারণে ডিলাররা দূর্ব্যবহার করে। এসময় পাশে থাকা একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের অন্য কৃষক প্রণব সরকার প্রতিবাদ করলে তাকে মারধর করে ডিলাররা। এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এলাকার কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে ভুক্তভোগী দুই কৃষক প্রণব সরকার ও বিজয় সরকার বলেন- আমাদের মধ্যনগর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কবির হোসেনের সামনে ডিলাররা বেশি দামে সার বিক্রি করার পরও তিনি এব্যাপারে কোন ভূমিকা নেয়নি। আমরা দুজন এব্যাপারে প্রতিবাদ করার কারণে ওই কৃষি কর্মকর্তার সামনেই সারের ডিলাররা আমাদেরকে মারধর করাসহ লাঞ্চিক করেছে। আমরা তাদের অন্যায় কাজের সুবিচার চাই।
অপরদিকে জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ৬জন সার ডিলার থাকার পরও সারের সংকট দেখা দিয়েছে। কৃষক তাদের চাহিদা অনুযায়ী জমিতে সার দিতে পারছেনা। কারণ এক ওয়ার্ডের সার ডিলার অন্য ওয়ার্ডে অবৈধ ভাবে সার বিক্রি করছে বেশি দামে। কৃষকদের চাহিদা অনুযায়ী ডিলাররা সার সরবরাহ না করে তৈরি করেছে কৃত্রিম সংকট। পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে।
এব্যাপারে উপজেলার ফেনারবাঁক গ্রামের কৃষক রেন্টু সরকার, দেবল সরকার, নারায়ন সরকার ও নিরেশ সরকার বলেন- হাওর এলাকার মানুষের একমাত্র অবলম্বন হচ্ছে বোরো ফসল। কিন্তু আমাদের ওয়ার্ডে সারের ডিলার নাই। তাই খুচরা দোকান থেকে ১১০০টাকা বস্তা সার কিনতে হয়েছে। বেহেলী গ্রামের কৃষক আফাজ উদ্দিন, তাজুল ইসলাম, জম্মত মিয়া বলেন- বেশি লাভের আশায় ডিলাররা সার মজুত করে রেখেছে। যার কারণে সারের সংকট দেখা দিয়েছে। তাই সময় মতো জমিতে সার দিতে পারছিনা।
ভীমখালী ইউনিয়নের জল্লাবাজ গ্রামের কৃষক জিল্লুর রহমান,হাসান আলী,দিন ইসলাম বলেন- আমাদের ইউনিয়নের সার ডিলার জ্যোতিষ দাস এতদিন ৮৫০টাকা করে এক বস্তা সার বিক্রি করেছে। গত দুইদিন ধরে বলছে সার নাই। কিন্তু টাকা বেশি দিলে আবার সার পাওয়া যায়। গজারিয়া বাজারের সার ডিলার সোহেল রানা বলেন- অনেক দিন যাবত সার আসছে না। এজন্য যাদের কাছে সার আছে তারা বেশি দামে বিক্রি করছে।
সার নিয়ে কৃষক ও ডিলারদের সংঘর্ষের বিষয় নিয়ে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন- কৃষক ও সার ডিলারদের মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এব্যাপারে তদন্ত করে ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলার ধর্মপাশা ও জামালগঞ্জসহ তাহিরপুর,বিশ^ম্ভরপুর ও দিরাই-শাল্লা উপজেলাতে ও বোরো মৌসুমের শুরু থেকেই সার নিয়ে নানান অনিয়ম ও দূর্নীতির খবর পাওয়া গেছে। তাই এব্যাপারে জরুরী ভিত্তি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন হাওরাঞ্চলের ভুক্তভোগী লক্ষলক্ষ কষকগণ।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

ওয়েবোমেট্রিক্সের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-এ দেশে কুড়িতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধিঃ স্পেনের রাজধানী মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবোমেট্রিক্সর বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২১ সালের (১৮তম সংস্কারে) প্রথম সংস্করণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলাদেশ মধ্যে ২০ তম আর বিশ্ব র‌্যাংকিং এ ৩৯২৮ তম অবস্থানে রয়েছেন। জানুয়ারির এই সংস্করণে বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তন্মোধ্যে দক্ষিণ এশিয়ার ৫ হাজার ৮৮৩টি এবং বাংলাদেশের ১৭৩ টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজ স্থান পেয়েছে। গতকাল ওয়েবোমেট্রিক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি। জানুয়ারি মাসের ১ থেকে ২০ তারিখে মধ্যে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে ওয়েবমেট্রিক্স। ওয়েবমেট্রিক্সের জানুয়ারি ২০২১ সংস্করণে বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি। র‌্যাংকিংয়ের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়, তৃতীয় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইয়েল ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগো। তালিকার শীর্ষ দশের মধ্যে ৯টিই যুক্তরাষ্ট্রের। তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে কানাডার টরেন্টো ইউনিভার্সিটি। বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টিই মার্কিন যুক্তরাষ্ট্রের।
বাংলাদেশের মধ্যে এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৬৩৪), দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৭০২)। তিনে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১৮১)। চার নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩৫৭) পাঁচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৬২)। ছয় নম্বরে নম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৬৪), সাত নম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭২১), আট নম্বরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭৭৩), নয় নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৮০৩) এবং ১০ নম্বরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিশ্ব র‌্যাংকিং ৩১০১)।
অন্যদিকে দেশের শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজের স্থান হয়েছে। তালিকার ৫৬তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ, ৬৭তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৭২তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ৮২ ও ৮৩তম স্থানে যথাক্রমে ময়মনসিংহ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রয়েছে। তাছাড়া তালিকায় স্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজেরও। প্রতিষ্ঠানটি ১৭৩তম স্থানে রয়েছে।
উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে ওয়েবোমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র‌্যাংকিং প্রকাশ করে।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নীলফামারীতে ৬ দিনে করোনার টিকা নিলেন ১১ হাজার ২৭০ জন

নীলফামারী প্রতিনিধিঃ করোনার টিকা নিতে দিন দিন নীলফামারীর সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। জেলার ৬টি সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গণটিকাদান কর্মসূচির সপ্তম দিনে রবিবার(১৪ ফেব্রুয়ারি)পর্যন্ত জেলায় মোট টিকা নিয়েছেন ১১ হাজার ২৭০ জন।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন, জেলা সদরে ৮৬০ জনের মধ্যে নারী ২৫৭ জন, সৈয়দপুরে ৫২০ জনের মধ্যে নারী ১৬৮ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১০০ জনের মধ্যে নারী ৪ জন, ডোমারে ৩৪০ জনের মধ্যে নারী ১৪০ জন, ডিমলায় ২২০ জনের মধ্যে ৪৭ জন নারী, জলঢাকায় ২১০ জনের মধ্যে ৬৫ জন নারী ও কিশোরীগঞ্জে ২০০ জনের মধ্যে ৬৭ জন নারী সহ মোট ২ হাজার ৪৫০ টিকা গ্রহন করেন।
উল্লেখ্য: জেলায় পাওয়া গেছে ৬০ হাজার ডোজ টিকা। যা প্রদান করা হবে দুই দফায় ৩০ হাজার জনকে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নীলফামারীতে ইটভাটায় শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ভেঙে তাতে চাপা পড়ে আব্দুল রহমান কাল্টু (৪৭)নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়। রবিবার(১৪ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ওহেদুল ইসলামের এইচ এন্ড এস নামে ইটভাটায় এই ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উক্ত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট তৈরির মাটি কাটার সময় মাটির স্তুপ হঠাৎ করে ভেঙ্গে পরলে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই শ্রমিক পশ্চিম খুটামারা গ্রামের মৃত বেরু বর্মনের ছেলে সুনীল বর্মনকে(৪৫) প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

রাজশাহীতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ।

রাজশাহী প্রতিনিধিঃ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর নাটোর রোড সংলগ্ন চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ আওয়ালী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এনবিআইইউ’র প্রতিষ্ঠাতা উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান কথাশিল্পী, সুসাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেক।অধ্যাপক রাশেদা খালেক বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। অচিরেই নিজস্ব ভবনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিহাস হয়ে থাকবে। যে স্বপ্ন আমরা সাতটি বছর ধরে অন্তরে লালন করছিলাম আজ তা পূর্ণতা পেল। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন শিক্ষামন্ত্রী, ইউজিসি কর্তৃপক্ষকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ভিত্তিপ্রস্তর স্থাপক প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার প্রবেশ মুখ নগরীর চৌদ্দপাই এলাকায় স্থাপিত হলো নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস। রাজশাহী নগরীতে প্রবেশ করে প্রথমেই যে সুবিশাল ক্যাম্পাস দেখা যাবে সেটি হবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি। নিজস্ব ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও শিক্ষার পরিবেশ বহুগুনে বৃদ্ধি পেল বলে অভিমত প্রকাশ করেন তিনি।

স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদ, ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সদস্য ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার হাসানুল ইসলাম, ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, ট্রাস্টিবোর্ড সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, সাদেক আলী, ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রক্টর, সহকারি প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট এর সঞ্চালনায় অনুষ্ঠানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

কোভিড ১৯ টিকা নিলেন ড.আবদুস সোবহান গোলাপ এমপি

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদাক,মাদারীপুর ৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি, আজ রবিবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে করোনার টিকা গ্রহন করেন। তিনি সম্পুর্ণ সুস্থ ও ভালো আছেন। ড.আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন কোভিড ১৯ এর টিকা উদ্ধাভিত হলেই বাংলাদেশের মানুষ প্রথম পর্যায়ে পাবে, তিনি তার কথা রেখেছেন এবং বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে তিনি তার সন্তানের মতো আপন করে দেখেন। আল্লাহ নেত্রীকে ভালো ও সুস্থ রাখলে আল্লার রহমনে যে কোন রকম বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত ও পদক্ষে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। আমরা প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবো। তিনি কোনও প্রকার গুজবে কান না দিয়ে কালকিনি ,মাদারীপুর সহ সমস্ত বাংলাদেশের মানুষকে করোনা টিকা গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

 

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

কালকিনিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আব্দুস সালাম মৃধা-(৪৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। সালাম মৃধা উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে ও শিকারমঙ্গল বাজারের টিন ব্যবসায়ী। পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে আব্দুস সালাম মৃধা রাতে সবার সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পরেন। কিন্তু ভোররাতে তার স্ত্রী আজমীন বেগম তাকে রুমের খাটের উপরে মৃত্যু অবস্থায় দেখতে পান। এবং তার ঘরের ষ্টিলের আলমীরা ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা পয়সা কেবা-কাহারা নিয়ে যায়। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। নিহত আব্দুস সালামের স্ত্রী আজমীন বেগম বলেন, আমি ও আমার স্বামী দুইজন দুই রুমে ঘুমিয়ে ছিলাম। কিন্তু ভোররাতে তার রুমে গিয়ে দেখি তার মৃতদেহ পরে আছে। এবং তার রুমের ষ্টিলের আলমারি ভাঙ্গা ও স্বর্ণ, টাকা পয়সা নেই।এ ব্যাপরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। এবং মৃতের ভাই বাদি হয়ে একটি আপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে ব্যাবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুন্দরগঞ্জে ট্রাক্টর মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টর-মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। গত শনিবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভানুষ্ঠিত হয়। এসময় ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সুন্দরগঞ্জ ট্রাক্টর মালিক ও শ্রমিক পরিষদের উপদেষ্টা সাদেকুল ইসলাম দুলাল, সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য আব্দুল হামিদ, রঞ্জু মিয়া প্রমূখ। প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময়কালে বিশেষ প্রয়োজনে পরিচালিত ট্রাক্টর, ভটভটি ও পাওয়ার টিলার সমূহ রাত ৯টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় চালানোর ক্ষেত্রে সকল প্রকার দুর্ঘটনা এড়ানোর ব্যাপারে বিভিন্ন রকমের সচেতনতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

 

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

ফুটেছে ফুল, বাসন্তীসুরে পর্যটকদের ডাকছে তাহিরপুরে জয়নাল আবেদীন শিমুল বাগান

তাহিরপুর উপজেলা প্রতিনিধিঃ এসে গেছে শীতের বিদায়ী বার্তা,গাছে গাছে পলাশ ও আমের মুকুলের আগমনের প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের।এরই ধারাবাহিকতায় হাওর বেষ্টিত এলাকার পর্যটন কেন্দ্রের অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালগালিচার কেন্দ্রস্থল শিমুল বাগান।’

উল্লেখ্য-গত বছর করোনা ভাইরাসের থাবায় থমকে যায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের ভিড়,তবে এই বছর ঋতুরাজ বসন্তের আগমনের আগেই সারাদেশে করোনা ভাইরাসের ভ্যাক্সিন সেবাদান চলমান।সবশেষে করোনার অবস্থা স্থিতিশীলও রয়েছে। এরই মধ্যে সতর্কতার সহিত প্রর্যটকদের আসার আনাগুনা শুরু হয়েছে পর্যটন কেন্দ্র শিমুল বাগানে।

রুপের জাদুকাটা নদী তীর ঘেঁষা মানিগাঁও এলাকায় ১০০ বিঘা জমিতে ২০০৩ সালে ৩ হাজারের অধিক সারি সারি বেঁধে শিমুলের চারা শখের বসে রোপন করেন,বৃক্ষ-প্রেমিক বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।তার নাম অনুসারে ওই বাগানের নাম করন করা হয়েছে”জয়নাল আবেদীন শিমুল বাগান”এই বাগানের অপার সৌন্দর্য্য উপভোগ করতে দলবেঁধে আসেন দেশের একপ্রান্ত হতে অন্য প্রান্তের ভ্রমন পিয়াসু প্রকৃতি প্রেমিকগনেরা।’
বিশেষ করে ছুটির দিনগুলোতে দলবেঁধে ছুটে আসেন স্কুল-কলেজ,ইউনিভার্সিটি,বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবীশ ছাত্র-ছাত্রী,শিক্ষক,শিক্ষিকা থেকে শুরু করে সকল শ্রেণীর প্রকৃতিপ্রেমী মানুষজন।আবার অনেকেই আসেন শিক্ষা-সফর বনভোজনে।বর্ষাকালে জাদুকাটা নদী হয়ে শিমুল বাগানে নৌ-যোগে ছুটে আসেন পর্যটকগন।বিশ্ব ভালোবাসা দিবসেও উপছে পড়া বিড় হয় শিমুল বাগানে।নানা বাহারি নতুন পোষাক পরিধান করে সেল্ফিতে মেতে উঠেন বাগানে আসা ভ্রমন পিয়াসুগন।
আপনিও ছুটির দিনে প্রিয়জনদের নিয়ে চলে আসতে পারেন,লাল গালিচার যৌবন-সজ্জিত দৃষ্টিনন্দন জয়নাল আবেদীন শিমুল বাগানে।কথায় আছে যদি মনকে পরিষ্কার অথবা ভালো রাখতে চান তাহলে বেঁচে নিন প্রর্যটন কেন্দ্র ভ্রমন,যা আপনার মনকে সজীবতায় সজ্জিত করে নতুন করে চলার প্রেরণা যোগাবে।’

যেভাবে যাবেন-জেলা শহর সুনামগঞ্জ আব্দুর জহুর সেতু হতে আপনার সুবিদার্থে সিএনজি,মোটর সাইকেল,মাইক্রোবাস,লেগুনা দিয়ে লাউড়ের গড়,তারপর সরাসরি মোটর সাইকেল যোগে শিমুল বাগানে চলে আসতে পারবেন

 

 

 

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

শরীয়তপুরে নানা আয়োজনে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন।

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে নানা আয়োজনে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করছে জেলা ছাত্র ইউনিয়ন। রবিবার সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বৈরাচার প্রতিরোধের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সাইফ রুদাদ বলেন, ১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার এরশাদ সরকারের গণবিরোধী মজিদ খান শিক্ষানীতি বাতিলের দাবিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন জাফর, জয়নাল, মোজাম্মেল, দিপালী, কাঞ্চনসহ নাম না জানা অনেকে। কিন্তু কালের আবর্তনে এদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিবসের নামে ভুলতে বসেছে সেই গৌরবের ইতিহাস, দুঃখের বিষয় ভ্যালেন্টাইন ডে’র ইতিহাসও তারা জানে না। আমরা সন্ধ্যায় শহীদ মিনারে স্বৈরাচার প্রতিরোধের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করব।’

শ্রদ্ধাঞ্চলি অর্পন শেষে শরীয়তপুর শহর কমিটির কোষাধ্যক্ষ প্রীতম কুমার রায়ের নেতৃত্বে জেলা ছাত্র ইউনিয়নের মুখপত্র ‘বিবর্তন’-এর স্বৈরাচার প্রতিরোধ সংখ্যা বিতরণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

শ্রদ্ধাঞ্জলি অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ঢালী, কোষাধ্যক্ষ পারভেজ সাইম, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সাজ্জাদ, ইসরাত জাহান জুইসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে