আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 533

কিংবদন্তী কবি অসীম সাহার জীবনাবসান

ষ্টাফ রিপোর্টার : খ্যাতিমান কবি অসীম সাহা মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ২:৩০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কবি অসীম সাহা পারকিনসন (হাতকাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন অসীম সাহা। তার পৈতৃক নিবাস মাদারীপুর। তার বাবা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক।
অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন অসীম সাহা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
আলোকিত/১৮/০৬/২০২৪/আকাশ

এবারও দেশের বৃহৎ জামাত শোলাকিয়ায়

কিশোরগঞ্জ প্রতিনিধি : উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেয়।
সোমবার (১৭ জুন) সকাল ৯টায় ঈদুল আজহার জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান।
ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সকাল থেকেই মুসল্লিরা আসতে থাকেন ঈদগাহে। বড় জামাতে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়, তাই এখানে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে দু’টি ট্রেন, যা চলে ভৈরব-ময়মনসিংহ রোডে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ঈদুল আজহায় যাতায়াতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে মাঠে ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মাইনোকোলার, সিসি ক্যামেরাসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ছিল। এছাড়াও দুই প্লাটুন বিজিবি মোতায়েন ছিল বলেও জানান তিনি।
আলোকিত/১৭/০৬/২০২৪/আকাশ

আওয়ামী লীগ নেতা আনছার আলীর ঈদ শুভেচ্ছা

শহিদুল্লাহ সরকার : সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তারুণ্যের প্রতীক আওয়ামী লীগের সভাপতি আনছার আলী  বিরুলিয়া ৯ নং ওয়ার্ডে নিরলস ভাবে মানুষের মাঝে উদীয়মান নেতা। তিনি দত্তপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির জনপ্রিয়তার শীর্ষে থাকা রাজপথের লড়াকু সৈনিক। শৈশব থেকে নেতৃত্ব দেবার মানসিকতা তাকে ধীরে ধীরে রাজনীতি থেকে বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে। ব্যাপক কর্মীর ভালোবাসা নিরলস প্রচেষ্টায় মূল্যায়নও আছে যথেষ্ট। সভাপতি  হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি সাংগঠনিক কাজে, দলের   আস্থাভাজন হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছেন। সবার মুখে মুখে একটাই কথা তারুণ্যের প্রতীক আনছার আলী। তিনি বলেন অতীতে অসহায় মানুষের পাশে থেকে আমি সাধ্যমতো মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি এ ব্যাপারে  আপনারা অনেকটাই অবগত আছেন।
বর্তমানে মানুষের পাশে থেকে আমি মানুষকে সহযোগিতা ও সেবামুলক কাজ করে যাচ্ছি । কারণ আমি এই এলাকার সন্তান  তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন বিরুলিয়ার ৯নং ওয়ার্ডের  জনগণ আমার সঙ্গে থাকলে আমি নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করবো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। সভাপতি  বলেন, ‘কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চার করে, আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। বর্তমানে বিরুলিয়া  ইউনিয়নে নিম্ন আয়ের মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। তারাও যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সে লক্ষ্যে তিনি ইউনিয়নের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।
ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিজীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য’ উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন থাকা আবশ্যক। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদ মোবারক।
আলোকিত/১৬/০৬/২০২৪/আকাশ

মেঘনার রামগতিতে  অজ্ঞাত নারীর ভাসমান লাশ

একেএম ফারুক হোসেন: গত ১৫ জুন শনিবার রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের পাশে, মেঘনা নদীর পূর্ব তীরে ভাসমান একজন অজ্ঞাত নারীর ( ৩০) লাশ উদ্ধার করেছে বড়খেরি নৌ-পুলিশ। উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নৌ-পুলিশের সূত্রে জানা যায়, ভোর ৬টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ আসে তাদের আওতাধীন মেঘনা নদীতে একজন নারীর লাশ ভাসছে। উক্ত সংবাদের ভিত্তিতে বড়খেরি নৌ-পুলিশের ইনচার্জ মোঃ ফেরদৌস আহমেদ ও তার সঙ্গীয় এএসআই মোঃ আবদুল খালেকসহ একটি টীম ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। এসময় পাড়ে উপস্থিত থাকা স্থানীয় একজন নারী সুফিয়া বেগমের (৪২) সহায়তায় মৃত লাশটির বিভিন্ন দিকের আলামত পরিক্ষা করেন। লাশের মধ্যে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় নদীতে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। এ বিষয়ে রামগতি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইনচার্জ মোঃ ফেরদৌস আহমেদ। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আর তাই পরিচয় সনাক্তের জন্য ডিএনএ ও ভিসেরা সংরক্ষণের আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন ইনচার্জ।

আলোকিত/১৬/০৬/২০২৪/আকাশ

কলাপাড়ায় নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যানের সংবাদ সন্মেলন

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি) : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা শনিবার দুপুর ১ টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় তাঁর বাসভবনে এক সংবাদ সন্মেলন করেছে।
সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যালয় ভাংগার নাটক সাজানোর প্রতিবাদে এ সংবাদ সন্মেলন করেন তিনি।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায়ঃ বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নীলগঞ্জ ইউনিয়নে  ৯ জুন ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পৌঁছামাত্র আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থানরত রহমান তালুকদার কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। এ বিষয় নিয়ে তার সাথে শাহীনা পারভীন সীমার সমর্থকদের বাক-বিতন্ডা হয়। পরে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের মিথ্যা নাটক সাজিয়ে আমাদের আওয়ামী লীগ থেকে বিতারনের পায়তারা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে শাহিনা পারভীন সীমা বলেন, আমার পিতা মরহুম আনোয়ার-উল- ইসলাম পটুয়াখালী-৪ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য। আমার বড় ভাই আবদুল্লাহ আল-ইসলাম লিটন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমার এক চাচাত ভাই নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান।  আমাদের গোটা পরিবার আওয়ামীগের জন্য নিবেদিত। অথচ, রহমান তালুকদার এক সময়  বিএনপি জাতীয় পার্টি করা মানুষ। যিনি সামান্য ঘটনাকে তিলকে তাল বানানোর চেষ্টা করে যাচ্ছেন বলে সংবাদ সন্মেলনে তিনি উল্লেখ করেন।
এদিকে, দলীয় কার্যালয় ভাংগার বিষয়ে জানতে চাইলে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জগৎ জীবন রায় জানান, দলীয় কার্যালয় খোলা কিংবা বন্ধ নিয়ে দু’পক্ষের বাক-বিতন্ডা, চর-থাপ্পর দেয়ার ঘটনা ঘটেছে। অফিস ভাংগার কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে  অভিযুক্ত রহমান তালুকদারের  বক্তব্য নিতে তার মুঠো যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আলোকিত/১৬/০৬/২০২৪/আকাশ

কলাপাড়ায় আজ ঈদুল আযহা উদযাপন

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি) : পটুয়াখালীর কলাপাড়ায় নির্দিষ্ট তারিখের একদিন আগে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আযহা। সৌদির সংগে মিল রেখে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব পালন করেছে চান টুপি অনুসারীরা। পুরো উপজেলায় বিভিন্ন স্থানে এ উৎসব পালন করা হয়েছে। এর মধ্যে একই জায়গায় একসঙ্গে ৭ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এ উৎসবে অংশ নিয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ জুন) সকাল ৭ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশান বাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদুল আযাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর শহরে নাইয়াপট্টি, ধানখালী, চম্পাপুর, লালুয়া  উত্তর লালুয়া মাঝি বাড়ি, লতাচাপলি ও ফুলতলী বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদকে ঘিরে এসব স্থানে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।

আলোকিত/১৬/০৬/২০২৪/আকাশ

নতুন ব্রিজ টু বাঁশখালী রুটে সিএনজি চলাচলের পক্ষে-বিপক্ষে যাত্রী সাধারণের বক্তব্য

আব্দুস সাত্তার টিটু : চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ থেকে বাঁশখালী রুটে সিএনজির লাইনটি দীর্ঘদিন যাবত চলাচল করলেও হঠাৎ করে এই রুটে সিএনজি চলাচল সীমিত থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যদিও অল্প কিছু সংখ্যক সিএনজি চলাচল করছে এই রুটে। বাস মালিকদের যাত্রী না পাওয়ার অভিযোগের ভিত্তিতে এই রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে বলে সূত্রে জানা যায়।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন ব্রিজ এলাকায় কথিত কিছু সাংবাদিকের নামে সিএনজি চলাচলের অভিযোগ উঠেছে। নামে বেনামে পত্রিকার স্টিকার সাঁটিয়ে চলছে টোকেন বাণিজ্য। অনেকে আবার শ্রমিক সংগঠনের নামেও চালাচ্ছে সিএনজি। আর এসব সিএনজির অধিকাংশের নেই কোন বৈধ কাগজপত্র রেজিস্ট্রেশন। On test এর নামে বিরদর্পে দিনে এবং রাতে সমান তালে চলছে এসব রোড পারমিট বিহীন অবৈধ সিএনজি।  প্রশাসনের একশ্রেণীর অসাধু কর্মকর্তাও এই সিএনজির টোকেন ব্যবসার সাথে জড়িত রয়েছে মর্মে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম শহর থেকে দক্ষিণ জেলার অন্যতম প্রবেশ পথ শাহ আমানত ব্রিজ (নতুন ব্রিজ) নতুন ব্রিজে যাত্রী এবং যানবাহনের সংখ্যা বেশি থাকায় এমনিতেই সড়কটিতে যানজট লেগেই থাকে। অন্যদিকে সিএনজি লাইন বন্ধ থাকায় আনোয়ারা, বাঁশখালী রোডে নিয়মিত যারা সিএনজিযোগে যাতায়াত করেন তারা পড়েছেন বিপাকে। অনেকে আবার যানজট নিরসনে সিএনজি যাতে না চলে সেটাকে প্রাধান্য দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প সংখ্যক সিএনজি আনোয়ারা বাঁশখালী রোডে চলাচল করছে। আগে যে সিএনজিতে যাত্রী ফিলাপ হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতো এখন সেই সিএনজিতে মাত্র মিনিটের মধ্যেই যাত্রী ফিলাপ হচ্ছে। আবার অন্যদিকে যারা এই রোডে দীর্ঘদিন ধরে সিএনজিযোগে চলাচল করতেন তাদের অনেকেরই দেখা গেছে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে। অনেকে আবার কাঙ্খিত বাসটি পেলেও গাদাগাদি করে যেতে হয়েছিল নিজ নিজ গন্তব্যস্থলে।
শান্ত মজুমদার নামে বাঁশখালীর এক যাত্রী বলেন, আগে যখন এই রুটে সিএনজি চলাচল করতো তখন খুব স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারতাম। আজকে বৃহস্পতিবার এমনিতে এই রুটে প্রচুর ঘরমুখো যাত্রীদের ভিড়। সেখানে আবার সিএনজি না থাকায় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
মৌসুমী ফল ব্যবসায়ী জহির নামের আরেক যাত্রী জানান, নতুন ব্রিজের প্রবেশ মুখে আগে সিএনজির জটলা লেগে থাকতো। সিএনজি চলাচল এখন কম থাকায় যাত্রী সাধারণেরা নির্বিঘ্নে বাসে করে চলাচল করতে পারছে।  সন্ধ্যার পরে এখন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি পৌঁছাতে পারছি।
বাস ড্রাইভার আনোয়ার বলেন, এখন যাত্রীদের প্রচুর ভিড়। যাত্রীর জন্য বাস দাঁড় করিয়ে রাখার প্রয়োজন হচ্ছে না। আমরা ওয়া বিলের টাকা দিয়ে নতুন ব্রিজ টু বাঁশখালী রোডে গাড়ি চালিয়ে থাকি। লাইনের গাড়ি চালানো আমাদের বৈধতা রয়েছে  যাত্রীদের থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যাত্রীদের কাছ থেকে এক টাকাও বেশি নিচ্ছি না বলে তিনি দাবি করেন।
এই রুটে দীর্ঘদিন যাবত সিএনজি চালানো ড্রাইভার জসিম বলেন, ভয়ে সিএনজি বের করতে পারছিনা। গাড়ি বের করলে ট্রাফিক পুলিশ মামলা দিয়ে গাড়ি ডাম্পিং পাঠাচ্ছে। গাড়ি চালাতে না পারলে ঘর ভাড়া কোথা থেকে দেবো, সংসার কিভাবে চালাবো সেই চিন্তায় ঘুম আসেনা। আর ছেলেমেয়েদের পড়ালেখার খরচ তো আছেই।
বিষয়ে টিআই অপূর্ব পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোড পারমিট বিহীন রেজিস্ট্রেশনবিহীন যে কোন গাড়ি দেখলেই আমরা মামলা দিয়ে গাড়ি জব্দ করছি।  ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। আমরা গাড়ির জটলা বাঁধতে দিচ্ছি না, যাতে যাত্রীবাহী বাস কোরবানির পশুবাহী গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমি এবং আমার টিম নিরলসভাবে সর্বাত্মক চেষ্টা করছি যাতে মানুষ ঈদের ছুটিতে স্বাচ্ছন্দে বাড়ি যেতে পারে।

আলোকিত/১৬/০৬/২০২৪/আকাশ

নকলায় উপনেতা মতিয়া চৌধুরী’র ঈদ উপহার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

মোঃ নুর হোসেন, বিশেষ প্রতিনিধি:

মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শনিবার (১৫ জুন) সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ১৭৪টি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ নগদ আর্থিক প্রণোদণা প্রদান করেছেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার অংশ নকলা উপজেলার প্রথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে (এক হাজার টাকা) আর্থিক প্রণোদনা প্রদান করেন।

তিনি নকলা উপজেলায় ২টি ভ্যানুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করবেন। এদিন সকাল ৯ টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে এবং সাড়ে ১০ টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়নের ও পৌরসভাধীন প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদানের কাজ শেষ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী; নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ১৪ জুন (শুক্রবার) সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি নালিতাবাড়ী উপজেলার প্রথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে (এক হাজার) টাকা করে মোট ৮৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক প্রণোদনা প্রদান করেন। ঐ বিতরণের মাঝে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করেন সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল-এঁর স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী প্রণোদনা প্রদান শেষে নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

লোকিত প্রতিদিন/এপি

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর : সানন্দবাড়ী প্রেসক্লাবে স্মরণ সভা

মোঃ ফরহাদ রেজা (দেওয়ানগঞ্জ প্রতিনিধি) : জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মহাফিল করেছে সানন্দবাড়ী  প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।  এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তরা।
শনিবার (১৫ জুন) ৪ টায় সানন্দবাড়ী  প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদার এর  সঞ্চলনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফরিদুল ইসলাম , হারুন অর রশিদ, মোস্তাইন বিল্লাহ, রিয়াদ হাসান, মুক্তারুল ইসলাম, শেখ মোঃ জিয়াউর রহমান  প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে। আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়াম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করনে তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের নামার ঘোষণা দেন বক্তরা।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোকিত/১৫/০৬/২০২৪/আকাশ

আওয়ামী সরকার দেশকে দেউলিয়া করতে বেপরোয়া : এএফএম সোলাইমান চৌধুরী

ইমরান হোসেন (বিশেষ প্রতিনিধি) : দেশকে দেউলিয়া করতে আওয়ামী সরকার বেপরোয়া লুটপাটনীতি চালাচ্ছে এবং তা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির আহবায়ক এএফএম সোলাইমান চৌধুরী।
এবি পার্টিতে যোগ দেয়া কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক  কর্মকর্তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন সোলায়মান চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লে.কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এম.এম সুলতান মাহমুদ সম্প্রতি এবি পার্টিতে যোগদান করেন। সেদিন তাদের যোগদানোত্তর সংবর্ধনার আয়োজন করে দলটি। দলের আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর অবঃ আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, জননেতা বিএম নাজমুল হক ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকৃতদের স্বাগত জানিয়ে পার্টির আহবায়ক সোলায়মান চৌধুরী বলেন, সরকারের দুর্নীতি ও দু:শাসনের কারণে দেশের সকল প্রতিষ্ঠান আজ অকার্যকর হয়ে পড়েছে। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের বিরাট একটা অংশ এই অনৈতিক কর্মযজ্ঞে জড়িয়ে পড়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে যারা সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক তারা বঞ্চিত, অবহেলিত ও অপমানিত হয়ে নিরুৎসাহ বোধ করছেন। দেশের ভবিষ্যৎ ক্রমশ: গভীর অন্ধকারে ঢেকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন; দেশকে দেউলিয়া করতে আওয়ামী সরকার বেপরোয়া লুটপাটনীতি চালাচ্ছে এবং তা অব্যাহত রাখার জন্য আরও নির্লজ্জ পরিকল্পনা হাতে নিয়েছে। সাবেক সেনা ও প্রশাসন কর্মকর্তাদের এবি পার্টিতে যোগদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সততা ও অভিজ্ঞতার গতিশীলতা দিয়ে রাজনীতি পুণর্গঠন করতে পারলে দেশকে নতুন করে মেরামত করা সম্ভব। নবাগতরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেজর (অব.) মিনার বলেন; ডামি প্রহসনমূলক সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করে এই সরকারকে চুড়ান্ত বার্তা জানিয়ে দিয়েছে। কোন বিবেকবান নাগরিক এই সরকারকে নৈতিকভাবে সমর্থন জানাতে পারেনা। তিনি বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা হচ্ছেন দেশ ও বিদেশে প্রশিক্ষিত শারীরিক ও মানসিকভাবে সর্বাধিক সক্ষম নেতা যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই জাতিকে নেতৃত্ব দিতে পারবেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছ থেকে দেশ আজ এই ক্রান্তিলগ্নে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি নবাগত নেতৃবৃন্দকে দলে স্বাগত জানান।
অ্যাডভোকেট তাজুল ইসলাম, নতুন দল তৈরি করতে গিয়ে নানা মানুষের নানা কথা আমরা শুনেছি। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল গুলোর বিভিন্ন সুযোগ সুবিধার হাতছানি থাকার পরও যারা এবি পার্টির এই কঠিন সংগ্রামে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের জন্য বিরাট আশার ব্যাপার। আমরা তাদের স্বাগত জানাই। আশাকরি নবাগত ভাইয়েরা আমাদের সংগ্রামকে বিজয়ের লক্ষ্য পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
দলে নবাগত সাবেক সেনা কর্মকর্তা লে.কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন ও সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এম.এম সুলতান মাহমুদ সংবর্ধনার জবাবে এবি পার্টি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের মহান অঙ্গীকার সমুন্নত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশপ্রেমিক সাহসী জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য তারা দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, মাসুদ জমাদ্দার রানা, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, উত্তরের সদস্যসচিব সেলিম খান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোকিত/১৫/০৬/২০২৪/আকাশ