আশুলিয়ায় কূচক্রীমহলের মিথ্যা মামলায় ইউপি সদস্য দিশেহারা

0
557
:: শহিদুল্লাহ সরকার ::
শিল্প এলাকা আশুলিয়ায় ধামসোনা ইউপি ৬নং ওয়ার্ড এর সদস্য জনাব আবু সাদেক ভূঁইয়ার বিরুদ্ধে একটি কূচক্রি মহল বার বার মিথ্যা মামলায় হয়রানি করছে এমন অভিযোগ এনে তিনি সংবাদ সম্মেলন করেছেন ।
সংবাদ সম্মেলনে জনাব আবু সাদেক ভূঁইয়া বলেন, গত ১২ এপ্রিল শোভা আক্তার নামে এক  যুবলীগ নেত্রীকে কেবা কারা মারধর করে। সেই ঘটনায় আমার ছেলে মনির হোসেন ভুইঁয়া, সেলিম প্রধান, সাইফুল সিকদার, মানিক, সবুজসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি   মামলা দায়ের করা হয়, যা মিথ্যা ও বানোয়াট একটি মামলা । আবেগ ঝরা কণ্ঠে সাদেক ভূঁইয়া আরও বলেন, পূর্ব পুরুষ হতে আমি এবং আমার পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানুষের ভালোবাসায় অনুপ্রানিত এবং জনগণের ভোটে ধারাবাহিকভাবে  দুই বারের  নির্বাচিত সফল ইউপি সদস্য পদে বহাল রয়েছি ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্লস কাজ করে জনগণের আস্থা অর্জনসহ দীর্ঘ ১০ বছর যাবৎ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরির্বতনে কাজ করে চলেছি । মানুষের ভালোবাসা আর সহানুভূতি  নিয়ে আমি বেঁচে আছি । আগামী নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমাকে হেয়ও করতে হণ্যে হয়ে উঠেছে ।  তাদের উদ্দেশ্য আমাকে সরাতে পারলেই নির্বাচন করে মেম্বার হবে । সেই  জন্যই আমার পুত্রসহ আমার কর্মীদের  বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা-হামলায়  জড়িয়ে হয়রানি করে আসছে।
এলাকাবাসী জানান, সোভা আক্তার নামে এই মেয়েটিকে হাতিয়ার করে একটি কুচক্রী মহল তাকে দিয়ে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে ব্যবহার করে স্বার্থ হাসিলের পায়তারা করে আসছে । এ মহলটি এর আগে নিজেদের স্বার্থের জন্য উজ্জ্বল শেখের বিরুদ্ধেও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে এলাকা ছাড়া করা হয়েছে তাকে । শুধু তাই নয় যাকে তাকে মামলার হুমকি প্রদান করে শোভা।
বর্তমানে সাদেক ভূঁইয়া ও তার ছেলে মনির হোসেন ভূঁইয়া এবং ম্যানেজার মানিকসহ বেশ কিছু কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলাসহ একটি মিথ্যা মামলা দায়ের করেছে শোভা । ঘটনাস্থলে গেলে জানা যায়, এ ঘটনা কেউ দেখেনি কিন্তু শুনেছে । অপর দিকে মামলার বাদীনি শোভার কাছে জানতে চাইলে তিনি  জানান, সে কারো প্ররচনায় পড়ে মিথ্যা মামলা দায়ের করেনি । বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে রাবেয়া স্কুল সংলগ্ন রাস্তার উপরে আবু সাদেক ভূঁইয়ার ছেলে মনির ভূঁইয়ার সামনে তাকে রড দিয়ে আঘাত করে সেলিম নামের এক ব্যক্তি । তবে ৩নং আসামী  সাইফুল সিকদার ওখানে ছিলো না বলেও জানান তিনি।  সে দূর থেকে দেখিয়ে দিয়েছে সে জন্য তার নাম দেওয়া হয়েছে । কিন্তু একটি ফেইসবুক কমেন্টে শোভা লিখেছেন, আমি কোনো আসামীকে চিনি না।  তাহলে এদের বিরুদ্ধে মামলা হলো কীভাবে?
এ বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী ভুক্তভোগীরা । ঘটনার সত্যতা জানতে আশুলিয়া থানার উপ-পরির্দশক মামুন কবির জানান, শোভা নামে একজন মেয়ে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে । সঠিক তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে ।
আলোকিত প্রতিদিন/১৬ এপ্রিল-২০২১/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here